News update
  • BRTA tops corruption list among public service offices: BBS     |     
  • Toll-free entry for vehicles via airport area expressway Thursday     |     
  • ‘Very unhealthy’ air quality persists in Dhaka     |     
  • Customs duty on dates imports cut ahead of Ramadan     |     
  • NBR extends VAT exemption on Metro Rail services     |     

বিএনপির গণমিছিল ঘিরে রাজধানীতে তীব্র যানজট

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2023-08-11, 6:08pm

resize-350x230x0x0-image-235261-1691753561-75ef1aaa2036ab4db8373ba29c049b121691755733.jpg




সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীতে গণমিছিল কর্মসূচি পালন করছে বিএনপি। দলটির এই কর্মসূচি ঘিরে রাজধানীর বেশ কিছু এলাকায় যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর কমলাপুর ও বাড্ডা এলাকা থেকে পৃথক দুটি গণমিছিল বের করে বিএনপি।

এদিন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে কমলাপুর থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত গণমিছিল বের করা হয়। অন্যদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বাড্ডা সুবাস্ত টাওয়ার থেকে আবুল হোটেল পর্যন্ত গণমিছিল বের করা হয়। দুটি গণমিছিলেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলটির অনেক নেতাকর্মী অংশ নেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিলে অংশ নিতে কমলাপুর, সায়দাবাদ মোড় ও বাসাবো সড়কে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। এর ফলে এসব এলাকায় যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিল ঘিরে কুড়িল-মালিবাগ রোডে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে ধৈর্য হারিয়ে অনেককে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে ছুটতে দেখা গেছে।

ঢাকা মহানগর উত্তর আয়োজিত গণমিছিলে নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির গণমিছিলে নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

কমলাপুর স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে থাকা মাহমুদা খানম বলেন, বাচ্চাদের কোচিং ওই এলাকায়। শুক্রবার ছুটির দিন। তাই ভেবেছিলাম কম সময়ে যানজট ছাড়াই চলে যেতে পারব। সে কারণে বাসা থেকে দেরিতে বের হয়েছিলাম। এখন রাস্তায় বের হয়ে দেখি আধাঘণ্টায়ও গাড়ি এক জায়গা থেকে নড়ছে না।

এদিকে বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে কমলাপুর স্টেডিয়াম, খিলগাঁও, বাসাবো, বাড্ডা ও মালিবাগ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিত লক্ষ্য করা গেছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সজাগ রয়েছেন বলে জানান।

এর আগে, গত ১২ জুলাই নয়াপল্টনে সমাবেশ থেকে এক দফা আন্দোলনের চূড়ান্ত ঘোষণা করে বিএনপি। এরপর দলটির পক্ষ থেকে একের পর এক কর্মসূচি পালন করা হচ্ছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।