News update
  • Khaleda Zia’s Mausoleum Opens to Public at Zia Udyan     |     
  • Bangladesh cuts fuel prices by Tk 2 a litre at start of 2026     |     
  • Stocks advance at DSE, CSE in early trading     |     
  • In grief, Tarique Rahman finds family in the nation     |     

ধর্মহীন শিক্ষানীতি স্কুলগুলোকে নাস্তিক তৈরির কারখানায় পরিণত করবে -মুসলিম লীগ

খবর 2022-07-04, 12:11am

Adv Badrudozza Suza Muslim League President



বাংলাদেশ মুসলিম লীগ সভাপতি এড. বদরুদ্দোজা সুজা ও মহাসচিব কাজী আবুল খায়ের আজ এক বিবৃতির মাধ্যমে শিক্ষানীতি ২০২২ অনুযায়ী শিক্ষাক্রমের নতুন রূপরেখায় ধর্ম শিক্ষাকে বিবেচনায় না রাখায় তীব্র প্রতিবাদ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। নেতৃদ্বয় বলেন, শিশু-কিশোরদের মানসিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। ধর্মহীন শিক্ষা হবে একটি অসম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা যা নৈতিকতা, বিবেক, ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধের মত মানবিক গুণাবলী আমাদের সন্তানদের মনে দৃঢ় ভাবে প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হবে।

Adv Kazi Abul Khair

ভবিষ্যৎ প্রজন্মকে ধর্মনিরপেক্ষতার অনুসারী হিসাবে গড়ে তোলার সুদূরপ্রসারী আশা থেকেই ধর্মহীন শিক্ষাব্যবস্থা চালুর চেষ্টা করা হচ্ছে বলে সাধারণ মানুষ মনে করছে। ধর্মহীন শিক্ষাব্যবস্থা চালু হলে প্রতিটি শিক্ষালয় এক একটি নাস্তিক তৈরির কারখানায় পরিণত হয়ে সে আশার গুড়ে বালি পড়বে। বরং ধর্ম অবিশ্বাসীদের বড় একটি শ্রেণী তৈরি হয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি ও সমাজিক শৃঙ্খলা স্থায়ী ভাবে বিনষ্ট করবে। মূল্যবোধ ও নৈতিক শিক্ষাকে পরোক্ষভাবে ধর্মীয় শিক্ষা বলে চালিয়ে জনগণকে বিভ্রান্ত না করে প্রাক-প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ধর্ম শিক্ষা বাদ দেয়ার কোন চক্রের চক্রান্তে পা না দিতে সরকারের নিকট জোর দাবী জানিয়েছেন নেতৃদ্বয়। - প্রেস বিজ্ঞপ্তি

সংবাদ প্রেরক, কাজী এ.এ কাফী, অতি: মহাসচিব, ০১৮১৭০১৪৪৪০