
সস্ত্রীক সৌম্য সরকার। ফেসবুক/সৌম্য সরকার
জীবনে আরেকটি নতুন অধ্যায় শুরু করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান সৌম্য সরকার।
রোববার (১৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি না লিখলেও ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট করেছেন সৌম্য। সেখানে বউয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেন তিনি। আর ক্যাপশনে লেখেন, ‘একটি নতুন অধ্যায়ের সূচনা।’
ছবিটিতে সৌম্য পরে আছেন একটি কালো টি-শার্ট আর কালো ক্যাপ। তাঁর স্ত্রী প্রিয়ন্তী দেবনাথের মাথায় কালো ক্যাপ। সৌম্যর টি-শার্ট আর ক্যাপে সাদা অক্ষরে লেখা ‘ড্যাড’ আর তাঁর স্ত্রীর ক্যাপে লেখা ‘মম’। সৌম্যর স্ত্রীর এক হাতে আবার ছোট্ট দুটি মোজা ধরা।
একটি সূত্রে জানা গেছে, সৌম্যর ঘরে নতুন অতিথি, বাবা হলেন তিনি আর তার স্ত্রী হলেন মা। আমেরিকাতে জন্ম নিয়েছেন সৌম্যর মেয়ে।
খুলনার তুতপাড়া গ্রামের গোপাল দেবনাথের মেয়ে প্রিয়ন্তী দেবনাথ পূজার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি বিবাহ-বন্ধনে আবদ্ধ হন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার সৌম্য সরকার।