নিজের প্রিয় ফরম্যাট ওয়ানডে, তারপরও ৫০ ওভারের ম্যাচে হারের বৃত্তে আটকে পড়েছিল বাংলাদেশ দল। টানা ম্যাচ জয় বঞ্চিত ছিল টাইগাররা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নিয়ে জয়ে ফিরেছে তারা। এরপরই বড় সুখবর পেয়েছে মিরাজ-শান্তরা।
এক ম্যাচ জিতেই আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। সংযুক্ত আরব আমিরাতে গত নভেম্বরের আফগানদের কাছে সিরিজ হারের পর বাংলাদেশ নেমে গিয়েছিল র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে।
তারপর চ্যাম্পিয়নস ট্রফিতে কোনো ম্যাচ জিততে না পারায় গত মে মাসে আইসিসি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ করার পর ২০০৬ সালের পর বাংলাদেশ নেমে যায় দশে। কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়ে আবারও ৯ নম্বরে উঠেছে বাংলাদেশ।