News update
  • Air ambulance carrying bullet-hit Hadi flies for Singapore     |     
  • Can Dhaka’s arms recovery drive ensure peaceful polls?     |     
  • ‘Unhealthy’ air quality recorded in Dhaka Monday morning     |     
  • BD peacekeepers' deaths: UN chief calls Dr. Yunus, offers condolence     |     
  • Bangladesh Plans Rockets, Satellites, and Space Industrial Park     |     

শান্তকে সরিয়ে ওয়ানডের নতুন অধিনায়ক মিরাজ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-06-12, 10:35pm

8eeceda988b85d8067036c48ac24b0d4b9a0f7bf17ac9c3d-51865153bc7ef029f2ec7cbd6d7e1dab1749746138.jpg




লিটন দাসকে টি-টোয়েন্টি অধিনায়ক ঘোষণার দিনই ওয়ানডে ফরম্যাটে নতুন অধিনায়ক নিয়ে আসার ইঙ্গিত দিয়েছিলেন বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। অবশেষে এল সেই বহুল প্রতীক্ষিত ঘোষণা। নাজমুল হোসেন শান্তকে সরিয়ে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের নতুন অধিনায়ক হলেন মেহেদী হাসান মিরাজ।

আগামী ১ বছরের জন্য ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মিরাজ। আসন্ন শ্রীলঙ্কা সিরিজ থেকে শুরু হবে অধিনায়ক মিরাজের যাত্রা। আজ (১২ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে মিরাজকে অধিনায়ক বানানোর বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।  

গত বছরের শেষদিকে নেতৃত্ব থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন শান্ত। সে কারণে সম্প্রতি তাকে টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সরিয়ে লিটনকে দায়িত্ব দেয়া হয়। এবার ওয়ানডে থেকেও সরিয়ে দেয়া হলো তাকে। তবে টেস্ট ফরম্যাটে এখনও নেতৃত্বে বহাল আছেন শান্ত। জানা গেছে, আপাতত তাকে সরানোরও কোনো পরিকল্পনা নেই বিসিবির। আর সেটা হয়ে থাকলে, তিন ফরম্যাটে তিন অধিনায়ক পেতে যাচ্ছে বাংলাদেশ। 

বয়সভিত্তিক ক্রিকেটে নেতৃত্ব দিয়ে আসা মিরাজকে ভবিষ্যৎ নেতা হিসেবে দেখা হচ্ছিল অনেকদিন থেকেই। শান্তর অনুপস্থিতিতে জাতীয় দলের হয়ে চারটি ওয়ানডেতে অধিনায়কত্বও করেছেন। তবে এবারই প্রথম পেলেন স্থায়ী নেতৃত্ব। 

মিরাজকে অধিনায়ক করার বিষয়ে বিসিবি অপারেশন্স কমিটির চেয়ারম্যান ফাহিম বলেন, 'বোর্ডে মনে হয়েছে মিরাজ ব্যাট এবং বলে ধারাবাহিক পারফর্ম করছ;  লড়াই করা ও দলকে অনুপ্রেরণা যোগানোর ক্ষেত্রে তার সক্ষমতা এবং মাঠে উজ্জীবিত উপস্থিতি তাকে ওয়ানডে অধিনায়কের আদর্শ প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়েছে। আমরা বিশ্বাস করি এই ফর্ম্যাটে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো পরিণত হয়েছে সে।'