News update
  • Armed forces' magistracy powers extended by 60 days     |     
  • Hamid's departure: Body formed, Kishoreganj SP withdrawn     |     
  • The Taliban Took Everything – Even My Hope     |     
  • Port Sudan: No let-up in drone attacks     |     
  • ৬৪ লাখ টাকা খরচ করেও স্বপ্নই রয়ে গেল ইতালি     |     

ইংল্যান্ডে খেলতে গেলেন সাব্বির রহমান

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-05-08, 2:40pm

rt534534-309814c8c2a4400b858e8fc879a1e61d1746693628.jpg




ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করেই ইংল্যান্ড গেলেন সাব্বির রহমান। সদ্য সমাপ্ত ডিপিএলে পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন সাব্বির। কিন্তু ব্যাটার ব্যাট হাতে নিজের ছাপ রাখতে পারেননি তিনি। এবার ইংল্যান্ড প্রিমিয়ার ডিভিশন লিগে খেলতে গেলেন এই টাইগার হার্ডহিটার।  

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সাব্বির বলেন, ইংল্যান্ড প্রিমিয়ার ডিভিশনের কাউন্টি ক্রিকেট লিগে মিডলসেক্সের অধীনে অক্সব্রিজের হয়ে আমি খেলবো। আগামী ১০ মে থেকে খেলা শুরু হবে। এর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। ব্যাট হাতে ৭০ রান করেছি ও ২ উইকেট পেয়েছি। 

এর আগে শুক্রবার(১৮ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাব্বির বলেন, ‘একটা ট্যুর আছে বাইরে, ইংল্যান্ড যাব ২ মে। ওখানে একটা টিমের সঙ্গে আমার কথা হয়েছে খেলার জন্য। আপাতত কোন ক্যাম্প নাই, রাডার নাই, কোনো খেলা নেই বাংলাদেশে। তাই সেখানে খেলব আমি এবং পরিবার নিয়ে যাব। আশা করি ওখানকার প্রিমিয়ার ডিভিশনে ভালো কিছু দিন যাবে আমার।’

ডিপিএল নিয়ে এই ব্যাটার বলেন, ‘এ বছরের ডিপিএলটা ভালো হয়েছে খেলোয়াড়দের জন্য। আরেকটু গোছানো হলে (ভালো হতো), পারিশ্রমিকেরও একটা বিষয় ছিল। অনেক দলের মালিককে পাওয়া যাচ্ছিল না। একটু অগোছালো মনে হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ (ভালোভাবে) শেষ হয়েছে।’  আরটিভি