News update
  • Global Food Prices Rose in April: FAO     |     
  • Will Cumilla’s long abandoned airport surge back to life     |     
  • Expanding Bangladesh-Afghanistan Trade Prospects     |     
  • End misuse of police, ensure pol neutrality: Noted Citizens     |     
  • Decision on corridor must come from Parliament: Tarique     |     

মুমিনুল-শান্ত জুটিতে বাংলাদেশের লিড, হাফ সেঞ্চুরি মিস মুমিনুলের

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-04-22, 3:07pm

ertewrwr-52a45e2d7c31b42412792fdc646447611745312879.jpg




বৃষ্টির কারণে আউটফিল্ড ভিজে যাওয়ায় সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা নির্ধারিত সময়ে মাঠে গড়াতে পারেনি। মধ্যাহ্ন বিরতির পর খেলা মাঠে গড়ালে বেশিক্ষণ ক্রিজে টেকেননি মাহমুদুল হাসান জয়। লিড নেয়ার আগেই বিদায় নিয়েছেন এই ওপেনার। তবে মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জুটি কক্ষপথেই রেখেছিল টাইগারদের। প্রথম ইনিংসে অর্ধশতক হাঁকানো মুমিনুল আরও একবার অর্ধশতকের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু সেই জুটি ভেঙে টাইগারদের বিপদে ফেললেন নিয়াউচি।

মঙ্গলবার (২২ এপ্রিল) সিলেট টেস্টের তৃতীয় দিনে বৃষ্টির কারণে বিলম্বে খেলা মাঠে গড়ালেও লিড পেয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখার সময় দ্বিতীয় ইনিংসে ৩৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। টাইগারদের লিড দাঁড়িয়েছে ৬৪ রান।

আগের দিনের ৫৭ রান নিয়ে দিন শুরু করার পর আজ আর মাত্র ১৬ রান যোগ হতেই বিদায় নিয়েছেন জয়। মুজারাবানির বলে আরভিনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে ৬৫ বলে ৬ চারে ৩৩ রান করেছেন এই ওপেনার।

প্রথম ইনিংসে মুমিনুল-শান্ত জুটিই আশা দেখাচ্ছিল টাইগারদের। আজও ভালো কিছুর সম্ভাবনা দেখাচ্ছিল তাদের জুটি। তৃতীয় উইকেট জুটিতে মুমিনুল-শান্ত যোগ করেন ৬৫ রান। অর্ধশতকের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন মুমিনুল।

কিন্তু মুমিনুলের কপাল পুড়িয়েছেন নিয়াউচি। ৮৪ বলে ৬ চারে ৪৭ রান করে আউট হয়ে যান এই বাঁহাতি।

এই মুহূর্তে ক্রিজে সেট হয়ে যাওয়া শান্তর সঙ্গে যোগ দিয়েছেন মুশফিকুর রহিম। ৩৭ রানে ব্যাট করছেন শান্ত।