News update
  • US Faces Pressure as UN Votes on Gaza Ceasefire     |     
  • Prof Yunus includes 4 political leaders in UNGA tour del     |     
  • Tarique calls for vigilance to prevent troubles during Puja     |     
  • Parties divided on constitution order move over July Charter     |     
  • Khulna’s ‘white gold’ shrimp eyes Tk 22,600cr export goal     |     

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন কামিন্স ও হ্যাজেলউড

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-02-06, 5:18pm

r4ewrewr-46e34802faf1cfc9101758436a26e2e91738840738.jpg




ব্যাপারটা মোটেও আকস্মিক ঝড়ের মতো নয়। গতকালই অস্ট্রেলিয়া কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড শঙ্কার কথাটা জানিয়েছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্যাট কামিন্স ও হ্যাজেলউডের না খেলার সম্ভাবনাই বেশি। আজ নিশ্চিত হওয়া গেল, তারা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন।

গোড়ালির চোটে ভুগতে থাকা কামিন্সকে নিয়েই অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করে। দলে ছিলেন চোটাক্রান্ত হ্যাজেলউডও। জানুয়ারির শেষ দিকে ছিটকে যান মিচেল মার্শ। আজ অস্ট্রেলিয়ার নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘প্যাট ও জশ দুজনই ছিটকে গেছেন। মিচেল মার্শও চোট থেকে সেরে উঠার জন্য চেষ্টা করে যাচ্ছেন।’ অস্ট্রেলিয়া এখনও মার্শের বদলি নেয়নি।

অস্ট্রেলিয়ার জন্য দুঃসংবাদ এখানেই থামছে না। আজ হঠাৎ করে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন। ওয়ানডে ফরম্যাট থকে অবসর নেয়ার পর এখন শুধু অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটেই পুরো মনযোগ ঢেলে দিতে চান তিনি।

অর্থাৎ অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আরও ৪ জন ঢুকবেন। স্কোয়াডে বদল আনার জন্য দলগুলোকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আইসিসি। কে আসবেন দলে? ইএসপিএন ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, পেসারদের মধ্যে শন অ্যাবোট, স্পেন্সার জনসন কিংবা বেন ডারসুইসের যেকোনো এক-দুজন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ঢুকতে পারেন। বাকি স্পটগুলোর জন্য বিবেচনায় লেগ স্পিনার তানভির সাঙ্গা, অলরাউন্ডার কুপার কোনোলি ও ওপেনার ফ্রেসার ম্যাকগার্ক।

কামিন্স না থাকায় অস্ট্রেলিয়া কার ওপর নেতৃত্বের ভার দেবে? স্টিভ স্মিথ সেই দায়িত্ব অনায়াসেই পালন করতে পারেন, অস্ট্রেলিয়ার ভাবনায় আছে ট্রাভিস হেডও। পরশু এ নিয়ে ম্যাকডোনাল্ড বলেছিলেন, ‘আমরা স্টিভ স্মিথ ও ট্রাভিস হেডের সঙ্গে কথা বলেছি। ওদের দুজনের মধ্যে থেকেই কাউকে দেওয়া (অধিনায়কত্ব) হবে। স্টিভ শ্রীলঙ্কায় দারুণভাবে দলকে নেতৃত্ব দিয়েছে। ওয়ানডেতেও তার ভালো কাজ আছে। তাই এই দুজনই (স্মিথ ও হেড) আমাদের পছন্দ।’

পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ‘বি’ গ্রুপে থাকা অস্ট্রেলিয়ার লড়াই শুরু হবে ২২ ফেব্রুয়ারি, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। তাদের অপর দুই গ্রুপসঙ্গী আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির দল

অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।