News update
  • Tarique’s Flight Lands in Sylhet; Crowds Build at 300 Feet     |     
  • Christmas in Bangladesh Thursday     |     
  • Bangladesh Bars Internet Shutdowns, Restores BTRC Autonomy     |     
  • Tarique Rahman Leaves London for Bangladesh After 17 Years     |     
  • Govt welcomes Tarique Rahman’s return, assures full coop     |     

জাতীয় দলে এসেই সবাই পছন্দের জায়গা পায় না: হৃদয়

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-10-05, 7:21pm

tyrtyty-5d4a698f999e80844a6f292bbac57a661728134513.jpg




গত বছর বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন তাওহীদ হৃদয়। দুর্দান্ত পারফরম্যান্স করে দলে নিজের জায়গাটাও শক্ত করেছেন তিনি। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তাকে প্রায় সব পজিশনেই ব্যবহার করেছে টিম ম্যানেজমেন্ট, যা নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। এবার নিজের ব্যাটিং পজিশন নিয়ে মুখ খুলেছেন এই ডান হাতি ব্যাটার।

শনিবার (৫ অক্টোবর) গোয়ালিয়রে সংবাদ সম্মেলনে এসে হৃদয় বলেন, আমি অনেক পজিশনে ব্যাট করেছি, এটা দলের পরিকল্পনা ছিল। দল যেভাবে চেয়েছে, আমি সেভাবে দেওয়ার চেষ্টা করেছি। যদি এমন প্ল্যান থাকে এক জায়গায় সেট হবো, দল চায়, হবে ইনশাআল্লাহ, যা হয়েছে তা নিয়ে কথা বলতে চাচ্ছি না।

তবে ভালো খেলে নিজের পছন্দের জায়গাটা অর্জন করে নিতে চান হৃদয়। তার ভাষ্য, জাতীয় দলে এসে সবাই পছন্দের জায়গা পায় না। জায়গা ডিজার্ভ করলে, তৈরি করলে পাওয়া যায়। আমিও সময় তৈরি করতে পারলে এটা হবে, ইনশাআল্লাহ। আমি মনে করি দল আমাকে যখন যেখানে নামাবে সেখানেই ভালো করার চেষ্টা করব। ফিল্ডিং বা ব্যাটিং যেভাবেই হোক দলে অবদান রাখতে চাই।

২০২০ সালে যুব বিশ্বকাপ জয় করেছিল বাংলাদেশ দল। সেই দলের অন্যতম সদস্য ছিলেন তাওহীদ হৃদয়। দেশের ক্রিকেটে সর্বোচ্চ সাফল্য পাওয়া সেই দল থেকে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে ১০-১২ জন ক্রিকেটারের। দেশের জার্সিতে আরও ভালো করার চেষ্টা করছে এই ক্রিকেটাররা।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে হৃদয় বলেন, (যুব বিশ্বকাপজয়ী দলের) ৬ জন আছি দেখেই দল বেটার হবে এমন না। ১৫ জন খেলোয়াড়ই আমাদের কাছে সমান। ছয় জন আছি, অনেকে টেস্ট ও ওয়ানডে খেলেছে। ১০ থেকে ১২ জন খেলে ফেলেছে। অবশ্যই আত্মবিশ্বাস দেয়। বড় অর্জন ছিল আমাদের জন্য।

তিনি আরও বলেন, ওদিকে (যুব বিশ্বকাপ জয়) চিন্তা করার সময় নেই। এশিয়া কাপ, বিশ্বকাপে ভালো করলে ওই অভিজ্ঞতা বা অর্জন কাজে লাগবে। এখানে ভালো কিছু করতে না পারলে ওটা মনে হয় না আমাদের খুব একটা কাজে আসবে।

উল্লেখ্য, ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে মাঠে নামবে বাংলাদেশ। আরটিভি