News update
  • BD trade unions demand 10-point climate action ahead of COP30     |     
  • Bangladesh criticises Rajnath remarks on Yunus     |     
  • ‘Very unhealthy’ air quality recorded in Dhaka Sunday morning     |     
  • Harassment, corruption shade Begum Rokeya University, Rangpur     |     
  • Sikaiana Islanders Face Rising Seas and Uncertain Future     |     

সিকান্দার রাজার নেতৃত্বে বাংলাদেশ সিরিজের জন্য জিম্বাবুয়ের দল ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-04-24, 6:36pm

iwerwiru-db3b5d247e4df8ed3723e0b4e59c5df11713962226.jpg




বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। বুধবার (২৪ এপ্রিল) সিকান্দার রাজার নেতৃত্বে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। আগামী ৩ মে থেকে এই সিরিজ মাঠে গড়াবে।

বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের ১৫ সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জোনাথান ক্যাম্পবেল। এছাড়া তাদিওয়ানাসি মারুমানি এবং ফারাজ আকপরামকে ফের দলে ডাকা হয়েছে।

সিরিজের দলে থাকা বাকি খেলোয়াড়রা গত জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সবশেষ সিরিজের দলেও ছিলেন। দলে ক্রেইগ আরভিন, সিন উইলিয়ামস, রিচার্ড এনগারাভা এবং ব্লেসিং মুজারাবানির মতো তারকাদের সঙ্গে আছেন ক্লাইভ মাদানদে এবং ব্র্যায়ান বেনেটের মতো তরুণ তুর্কিও।

মাদানদে, বেনেত এবং ক্যাম্পবেল জিম্বাবুয়ের ইমার্জিং দলের হয়ে খেলেছেন, যেই দলটি গত মার্চে ১৩তম আফ্রিকান গেমসে জিম্বাবুয়েকে স্বর্ণপদক এনে দিয়েছিল। এখন পর্যন্ত স্থায়ী কোচ খুঁজে না পাওয়ায় বাংলাদেশের বিপক্ষে সিরিজে স্টুয়ার্ট মাতসিকেনেইরি প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।

আগামী ৩ মে চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে। একই ভেন্যুতে যথাক্রমে ৫ ও ৭ মে সিরিজের পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ঢাকায় আগামী ১০ ও ১২ মে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি মাঠে গড়াবে।

বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্র্যানান বেনেট, জোনাথান ক্যাম্পবেল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গুম্বি, লুক জঙ্গুয়ে, ক্লাইভ মাদানদে, তাদিওয়ানাসি মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, আইনস্লে এনডলভু, রিচার্ড এনগারাভা ও সিন উইলিয়ামস।   সময় সংবাদ।