News update
  • 14m children did not receive a single vaccine in 2024: UN      |     
  • UN Extends Yemen Mission as Red Sea Tensions Escalate     |     
  • Trump Gives Russia 50 Days or Faces Harsh New Sanctions     |     
  • Mugging money using Dr. Yunus’ name and Facebook platform     |     
  • WHO Calls for Immediate Rollout of HIV Prevention Jab     |     

সিরাজদিখানে ঢাবির নবীন শিক্ষার্থীদের ঝিকুটের সংবর্ধনা ২৫ জুলাই

ক্যাম্পাস 2025-07-15, 12:26am

freshers-of-dhaka-university-from-sirajdi-khan-to-be-accorded-reception-on-25-july-b225e0d82c19ef772dcdf06c8d2a86db1752517605.jpg

Freshers of Dhaka University from Sirajdi Khan to be accorded reception on 25 July



নিজস্ব প্রতিবেদক 

সিরাজদিখানে ৮ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীকে আগামী ২৫ জুলাই সংবর্ধনা প্রদানের উদ্যোগ নিয়েছে ঝিকুট ফাউন্ডেশন।

শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশন শুক্রবার সকাল ৯ টায় উপজেলা অডিটরিয়ামে জমকালো এ সংবর্ধনার আয়োজন করতে যাচ্ছে।

ঝিকুট ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবের ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম। কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক আশরাফ ইকবালের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহি কর্মকর্তা শহিনা আক্তার। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক রবীন্দ্র গবেষক ড. মুহাম্মদ জমির হোসেন, ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা বাংলাদেশ আর্মির মেজর সিফাতুল আলমসহ গুণীজন।

ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওন ও সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্রমপুর পরিবারের সাবেক সভাপতি আতিকুর রহমান নয়ন উপস্থাপনা করবেন।

উল্লেখ্য শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশনের যেসব কর্মসূচি পালিত হয়েছে ও চলমান রয়েছে –

১. ফসলি জমি রক্ষায় ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন।

২. সাহিত্য সমাজে সমকালীন বাস্তবতা শীর্ষক আলোচনা সভা।

৩. সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপিএ ফ্লাইট লে. জামাল উদ্দিন চৌধুরীর স্মরণ সভা।

৪. ঝিকুটপত্র ম্যাগাজিন।

৫. ঝিকুটপত্র অনলাইন পোর্টাল।

৬. ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি।

৮. সংগঠক, লেখক, চিকিৎসক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গুণীজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ।

৯. ঝিকুট ফাউন্ডেশন শিক্ষা সেমিনার।

১০. এইচএসসি জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা।

১১. পাবলিক বিশ্ব বিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা।

১২. বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা।