News update
  • Democrat Zohran Mamdani is elected New York City mayor     |     
  • Martyr Mugdha's brother Snigdha steps into politics with BNP     |     
  • FAO Warns of ‘Silent Crisis’ as Land Loss Threatens Billions     |     
  • Indices tumble on both bourses amid broad-based sell-off     |     
  • BNP Names 237 Possible Candidates for Polls     |     

চব্বিশের মুখোমুখি ৫২-৭১’ দাঁড় করানোর সুযোগ নাই: ঢাবি উপাচার্য

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-03-25, 9:01pm

t4354523524-05fda19317e04a4f6d6eb635ceef08951742914897.jpg




চব্বিশের আন্দোলনের সঙ্গে ১৯৫২ কিংবা ১৯৭১ সালকে মুখোমুখি দাঁড় করানোর কোনো সুযোগ নাই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

নিয়াজ আহমেদ বলেন, ‘আমরা তুলনা করা শুরু করি, চব্বিশের সঙ্গে একাত্তরের আবার বায়ান্নর সঙ্গে একাত্তরের। এই প্রতিটি ঘটনা আমাদের জাতীয় জীবনের পরিচয় প্রদানকারী মাইলফলক। এদের মুখোমুখি দাঁড় করানোর কোনো সুযোগ নাই।’

তিনি আরও বলেন, ‘পরম্পরা আছে। ধারাবাহিকতা আছে ৫২, ৬৮, ৬৯ এরপর আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ। তার ধারাবাহিকতায় ৯০, তার ধারাবাহিকতায় ২৪। এই উপলক্ষ্যগুলো আমাদের মনে করিয়ে দেয় যে বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, ন্যায্যতার প্রশ্নে বাঙালি জাতি প্রতিবারই উঠে দাঁড়িয়েছে। এটা আমাদের জাতীয় শক্তি।’

বিভাজিত না হয়ে জাতীয় প্রশ্নে সবাইকে এক থাকারও আহ্বান জানিয়ে ঢাবি উপাচার্য বলেন, ‘বীর সেনানীদের প্রতি আমাদের দায় আছে।’

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেন উপাচার্য।