News update
  • Brazil Launches Fund to Protect Forests and Fight Climate Change     |     
  • UN Warns Conflicts Are Devastating Ecosystems Worldwide     |     
  • Flood-hit Kurigram char residents see little hope in politics, elections     |     
  • Air quality of Dhaka continues to be ‘unhealthy’ Friday morning     |     
  • BNP pledges to implement signed July Charter     |     

গুলশানে পুলিশ প্লাজার সামনে মাথায় গুলি করে যুবক হত্যা

গ্রীণওয়াচ ডেস্ক অপরাধ 2025-03-21, 6:54am

img_20250321_065206-a32c7e2be19c1e834e33c2f6d627ccb91742518494.jpg




রাজধানীর গুলশানে সুমন নামে এক ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীর মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করেছে সন্ত্রাসীরা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে গুলশানে পুলিশ প্লাজার সামনে এ গুলির ঘটনা ঘটে। নিহত সুমন মহাখালী টিভিগেট এলাকায় ইন্টারনেট সংযোগ অফিসে চাকরি করেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর এলাকায়। 

পুলিশে সূত্রে জানা যায়, মুমূর্ষু অবস্থায় সুমনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান পথচারীরা। সেখান থেকে  উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, রাত ১১টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গুলশান থানার পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। আরটিভি।