News update
  • Can Dhaka’s arms recovery drive ensure peaceful polls?     |     
  • ‘Unhealthy’ air quality recorded in Dhaka Monday morning     |     
  • BD peacekeepers' deaths: UN chief calls Dr. Yunus, offers condolence     |     
  • Bangladesh Plans Rockets, Satellites, and Space Industrial Park     |     
  • India willing to work together inspired by shared sacrifices of past     |     

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আলিফের স্বর্ণ জয়

গ্রীণওয়াচ ডেস্ক অন্যান্যক্রীড়া 2025-06-20, 7:53pm

277abd4a993109a38a1f4e546f21145b93324fc6875ab827-d1e914951defcd4b1d9e6dbed62f22111750427632.jpg




এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতেছেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ। শুক্রবার (২০ জুন) পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ পয়েন্টে হারিয়েছেন তিনি।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত ফাইনালের প্রথম সেট শেষে মিয়াতা ২৭ পয়েন্ট করলে আলিফ ১ পয়েন্টে এগিয়ে থাকেন। দ্বিতীয় সেটে দুজনের পয়েন্ট যথাক্রমে ২৮ ও ২৯। সোনার জন্য আলিফের পরের দুই সেটের যেকোনো একটি জিতলেই হতো, কিন্তু মিয়াতা দারুণভাবে ঘুরে দাঁড়ান।

আলিফের ২৭ ও ২৬ স্কোরের বিপরীতে মিয়াতার স্কোর যথাক্রমে ২৮ ও ২৭। ফলে পঞ্চম ও শেষ সেট শিরোপা নির্ধারণীতে পরিণত হয়। ২৯ পয়েন্টে (মিয়াতার ২৬) শেষ সেট জিতে আলিফ সোনা নিশ্চিত করেন। এটা তার ক্যারিয়ারসেরা সাফল্য।

ফাইনালে উঠার পথে আলিফ সেমিফাইনালে চাইনিজ তাইপের পিন অ্যান চেনকে ৬-৩, কোয়ার্টার ফাইনালে তাই ইয়েন লিওকে ৭-৩, তৃতীয় রাউন্ডে মালয়েশিয়ার মুহাম্মদ সায়াফিককে ৬-৪ ও দ্বিতীয় রাউন্ডে চীনের অ্যালিনকে ৬-২ পয়েন্টে হারান।