News update
  • Govt reaffirms commitment to distribute school books by Jan     |     
  • Dhaka’s air turns ‘unhealthy’ on Sunday morning     |     
  • BD’s leather sector stuck at $1bn; could tap $5bn: Experts      |     
  • RU suspends ward quota reinstatement amid student protests     |     
  • Airports across Europe face disruptions due to cyberattack     |     

কলাপাড়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

অন্যান্যক্রীড়া 2025-02-08, 12:01am

trsditional-boat-race-held-in-kalapara-patuakhali-on-friday-168edf632f83d48cafe7a98bc0274aa11738951314.jpg

Trsditional boat race held in Kalapara, Patuakhali on Friday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শেষ বিকালে তারুন্যের উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্ধারমানিক নদীতে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। কলাপাড়া হেলিপ্যাড মাঠ সংলগ্ন নদী থেকে নৌকা বাইচ শুরু হয়। পরে প্রায়ই আড়াই কিলোমিটার দূরত্বে স্লুইজ সংলগ্ন স্থানে গিয়ে আবার একই স্থানে এসে শেষ হয়। এ সময় নৌকাবাইচ দেখতে নদীর দুপারে ভিড় জমায় হাজার হাজার উৎসুক মানুষ। 

নৌকা বাইচে উপজেলার ১২ ইউনিয়নের হয়ে ১২ টি নৌকা অংশগ্রহন করে। এর মধ্যে লতাচাপলী ইউনিয়নের লাজারাজ হলিয়া নামের নৌকা বিজয়ী হয়। পরে বিজয়ী নৌকার মালিক ও মাঝিয়ালদের পুরস্কার বিতরণ করা হয়। পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাউসার ও ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম। - গোফরান পলাশ