News update
  • Inqilab Monch Seeks Home Adviser’s Exit     |     
  • UN Calls for Calm in Bangladesh After Protest Leader’s Killing     |     
  • DMP issues 7 traffic directives for Osman Hadi’s Janaza     |     
  • Vested quarter fuelling chaos to impose new fascism: Fakhrul     |     
  • Hadi’s namaz-e-janaza at 2:30pm Saturday     |     

যেসব কারণে মানবদেহে ভিটামিন ডি প্রয়োজন

গ্রীণওয়াচ ডেস্ক স্বাস্থ্য 2025-01-19, 11:59am

erewrqweqw-7c1de41b3700461276b1c5705d583a0c1737266379.jpg




মানবদেহে ভিটামিন ডি মাল্টিটাস্কিং কাজ করে। যা শরীরকে শক্তিশালী এবং সুস্থ রাখার জন্য কাজ করে। এটি অন্যান্য ভিটামিন থেকে আলাদা কারণ আমাদের ত্বক সূর্যের আলোর সংস্পর্শে এলে তৈরি হয় এটি। কিন্তু মানুষের আধুনিক জীবনযাপন, খাদ্যতালিকাগত ব্যবধান এবং পরিবেশগত কারণে ক্রমশ ভিটামিন ডি-এর চাহিদা পূরণে ঘাটতি দেখা দিচ্ছে।

চিকিৎসা বিজ্ঞানে ভিটামিন ডি এর গুরুত্ব অপরিসীম। হাড়ের স্বাস্থ্য সমস্যা, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, ক্যানসার, উচ্চ রক্তচাপ, অস্টিওপোরোসিস, বেশ কিছু অটোইমিউন রোগ, অন্ত্রের রোগ, সিলিয়াক রোগ, কিডনির রোগ, যকৃতের রোগ এবং প্যানক্রিয়াটাইটিসের মতো বিভিন্ন ক্রনিক রোগের বিরুদ্ধে লড়াই করা জন্য ভিটামিন ডি মানব দেহে অত্যন্ত প্রয়োজনীয়।

চলুন জেনে নেওয়া যাক, মানুষের শরীরে ভিটামিন ডি কেন প্রয়োজন—

# রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী

শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন ডি। এটি আপনার শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে এবং প্রদাহ কমায়। বিভিন্ন গবেষণায় পর্যাপ্ত ভিটামিন ডি স্তরকে অটোইমিউন রোগের ঝুঁকি কমানোর সঙ্গে সম্পর্কিত হিসেবে প্রমাণ পাওয়া গেছে, যা এটিকে সামগ্রিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ করে তোলে।

# শক্তিশালী হাড় এবং সুস্থ দাঁত

হাড়ের জন্য একটি ব্যক্তিগত প্রশিক্ষকের মতো কাজ করে ভিটামিন ডি। এটি শরীরকে ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণ করতে সাহায্য করে। যা হাড় এবং দাঁতকে শক্তিশালী রাখে। ভিটামিন ডি-এর অভাবে শিশুর রিকেটসের ঝুঁকি থাকে। রিকেটস হলো এমন একটি সমস্যা যার ফলে হাড় নরম ও দুর্বল হয়। অন্যদিকে প্রাপ্তবয়স্করা এই ভিটামিনের অভাবে অস্টিওম্যালেসিয়ার সম্মুখীন হতে পারে। ফলে হাড়ের ব্যথা এবং ভঙুরতা দেখা দেয়।

# কোষের বৃদ্ধি এবং বিপাক

কোষ মেরামত এবং বৃদ্ধিতে পর্দার আড়ালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন ডি। যা ক্ষত নিরাময় এবং সুস্থ ত্বক বজায় রাখাতে সহায়তা করে। এটি ইনসুলিন উৎপাদন এবং গ্লুকোজ বিপাক নিয়ন্ত্রণেও সাহায্য করে, যা আমাদের শরীরের শক্তির ভারসাম্য সঠিক স্থানে রাখে।

# পেশী শক্তি এবং কার্যকারিতা

আমাদের পেশীর দৈনন্দিন কাজ এবং শারীরিক ক্রিয়াকলাপ সম্পাদনের জন্য ভিটামিন ডি এর উপর নির্ভরশীল। এটি সঠিক ক্যালসিয়াম বিপাক নিশ্চিত করে, যা পেশী সংকোচন, শক্তি এবং সহনশীলতার জন্য গুরুত্বপূর্ণ। ভিটামিন ডি এর নিম্ন স্তর পেশী দুর্বলতার সঙ্গে সম্পর্কিত, বিশেষ করে বয়স্কদের মধ্যে।

আরটিভি