
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে গত শনিবার (১ নভেম্বর) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের মানুষ মানববন্ধনে সামিল হয়েছিলেন প্রিয় নায়কের বিচারের দাবিতে।
এদিকে শোবিজের এই সময়ের চিত্রনায়িকা থেকে সোনালি যুগের অভিনয় শিল্পীরাও দাবি তুলেছেন অমর নায়কের হত্যা মামলার সঠিক বিচারের।
এই সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শিরিন শিলা সালমান শাহ প্রসঙ্গে বললেন, ‘আমার জন্মের আগে সালমান শাহর মৃত্যু হয়েছে। তারপরও তিনি আমার স্বপ্নের নায়ক। হয়তো তিনি বেঁচে থাকলে সিনেমায় একসঙ্গে কাজ করা হতো।’
শিলা আরও বলেন, ‘শিল্পীরা অনেক নরম মনের মানুষ হন। আমি কখনও চাই না কোনো এমন ষড়যন্ত্রের শিকার হন। আর আমি পার্সোনালি বলতে চাই ডন ভাইয়াকে নিয়ে যে অভিযোগটি উঠছে তাকে দেখে আমার তেমন মানুষ হয় না। তিনি সরল প্রকৃতির। তবু যদি অভিযুক্ত হন তবে তার বিচার চাই।’
চিত্রনায়িকা রোজিনা বলেন, ‘আমরা যখন সিনেমা থেকে চলে গেছি তখন সালমান শাহ আসে। সে অত্যন্ত একজন ভালো অভিনেতা, স্মার্ট ।তার সিনেমা আমিও দেখেছি। আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই এটার যেন ন্যায় বিচার হয়।’
গায়ক এসডি রুবেল বলেন, ‘এখানে যদি কোনো অন্যায় হয়ে থাকে অবশ্যই তার বিচার চাই। সত্যটা বেরিয়ে আসুক এটাই প্রত্যাশা।’
উল্লেখ্য, চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর তার মামলার নতুন মোড় নিয়েছে। সাবেক স্ত্রী সামিরা হক ও খলনায়ক ডনসহ ১১ জনের নামে হত্যা মামলা হয়েছে। আদালতের নির্দেশে হত্যা মামলা করেছেন সালমানের মামা মোহাম্মদ আলমগীর কুমকুম।