News update
  • Young disabled people of BD vow to advocate for peace     |     
  • World Leaders Urged to Defend Human Rights and Justice     |     
  • Vegetable prices remain high, people buy in small quantities     |     
  • Off-season watermelon brings bumper crop to Narail farmers     |     
  • Climate Change Drives Deadly Floods, Storms, and Water Crises     |     

আহসান মঞ্জিলে কী করছেন হানিয়া আমির?

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-09-20, 7:29am

1d2ea3127ccd603b70d9fff260af074c9ccfcd7b3d3519b7-063f9d5d5692eae2dfbf7be5542a340f1758331763.jpg




ঢাকার মাটিতে পা রেখেছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। দেশে পৌঁছেই পুরান ঢাকার আহসান মঞ্জিলে একটি শুটিংয়ে অংশ নেন জনপ্রিয় এ অভিনেত্রী।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে আহসান মঞ্জিলে একা ছিলেন না হানিয়া। সঙ্গে ছিলেন বাংলাদেশের ইউটিউব ব্যক্তিত্ব, মডেল এবং অভিনেতা রাফসান দ্য ছোটো ভাই।

এ সময় অ্যাশ রংয়ের সালোয়ার কামিজ পরেছিলেন হানিয়া। আর কালো রংয়ের পোশাক পরেছিলেন রাফসান।

আহসান মঞ্জিলে ফুসকা খাচ্ছিলেন তারা। এসময় খাবারটি নিয়ে অভিনেত্রীকে বিস্তারিত নানা কথা বলছিলেন ফুড রিভিউর জন্য বিখ্যাত এ ইউটিউবার।

ঢাকার ঐতিহ্যপূর্ণ এ মঞ্জিলে কিছু সময় শুটিংয়ের জন্য ব্যস্ত ছিলেন দুই দেশের এ দুই সেলিব্রেটি।

বৃহস্পতিবার  (১৮ সেপ্টেম্বর) রাতে সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় এসেছেন হানিয়া। বাংলাদেশে পৌঁছেই সে খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান অভিনেত্রী।

 ২০ সেপ্টেম্বর ঢাকার বিলাসবহুল শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হানিয়া। এরপর ২১ সেপ্টেম্বর সানসিল্কের আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন।