News update
  • 5 killed when bus plunged in Laxmipur canal     |     
  • Dhaka loses $1.48 bn annually in remittance outflows: NALA     |     
  • 2 killed as bus hits CNG near Hanif Flyover, Jatrabari     |     
  • Fourth-Generation Nuclear Survivor Urges Global Justice     |     
  • Coast Guard project revised to fill facility, logistics gaps     |     

ফের হাসপাতালে ফরিদা পারভীন

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-09-04, 6:14am

dc08c66b06e1623019113c543deeb87f4a386811a27f6cdd-af2cf83e39163f3969030d387d111d461756944874.jpg




ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন দেশবরেণ্য লালনসংগীত শিল্পী ফরিদা পারভীন। রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

জানা গেছে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে হঠাৎ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেয়া হয় তাকে। প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা শেষে আইসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকরা।

ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, কিডনি বিকল রোগীদের যেকোন সময় শারীরিক অবস্থার অবনতি হতে পারে। ফরিদা পারভীনের বেলায়ও তাই হয়েছে। তার শরীরে সোডিয়ামের লেভেল কমে গেছে, পাশাপাশি রক্তক্ষরণের বিষয়ও রয়েছে।

দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন ফরিদা পারভীন। ফুসফুসের সমস্যা ছাড়াও রয়েছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ও থাইরয়েড জটিলতা।

ফরিদা পারভীনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সংগীতাঙ্গন ও ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এর আগেও চলতি বছরের জুলাই মাসের শুরুতে একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।