News update
  • ‘Unhealthy’ air quality was recorded in Dhaka on Sunday     |     
  • What we know about one of Hadi's assassination attempters     |     
  • United States and Bangladesh Launch Money Laundering Bench Book     |     
  • 6 BD peacekeepers killed, 8 hurt in attack on Sudan UN Base     |     
  • Burglary at Hadi’s village home in Jhalokathi      |     

‘তাণ্ডব’ সিনেমায় সাংবাদিক লুকে নজর কেড়েছেন জয়া

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-06-21, 6:20am

e659ef49c4461f4bb38e75e49518b8dbaeeecfce764c0d02-b76b85120fc093e508649f81a0aaa9ec1750465214.jpg




ঈদে মুক্তি পেয়েছে রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘তাণ্ডব’। এ সিনেমায় এক সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ‘সায়রা আলি’ নামের সে চরিত্রের লুক নজর কেড়েছে ভক্তদের।

শুক্রবার (২০ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘সায়রা আলি’ লুকে ফটোশুটের ৫টি ছবি প্রকাশ করেন জয়া। ক্যাপশনে লেখেন, রায়হান রাফীর ‘তাণ্ডব’র সায়রা আলি।

ছবিতে অভিনেত্রীকে ওয়েস্টার্ন লুকে দেখা যাচ্ছে। ওপেন জ্যাকেটের সঙ্গে আইডি কার্ড ঝোলানো সায়রা আলির সৌন্দর্য আর ফ্যাশন সেন্স প্রশংসা কুড়াচ্ছে সমালোচকদেরও।

সিনেমার পর্দায় নতুন রূপে ধরা দিয়ে চমক দিয়েছেন জয়া। চরিত্রের সঙ্গে মানানসই সাবলীল ও দুর্দান্ত অভিনয়ের কারণেও প্রশংসায় ভাসছেন অভিনেত্রী।

নেটিজেনদের বেশিরভাগই মন্তব্যের ঘরে লিখেছেন, বয়স শুধুই একটি সংখ্যা তার কাছে। এক ভক্ত লেখেন, ৫২ বছর বয়সে এমন লুক, অবিশ্বাস্য!' আরেকজন লিখেছেন, 'দিন দিন জয়ার বয়স কমছে, যেন ২৪ বছরের তরুণী।

একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে গেছে ‘তাণ্ডব’ সিনেমার গল্প। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ প্রযোজিত রায়হান রাফীর এ গল্পে যৌথভাবে চিত্রনাট্য করেছেন পরিচালক নিজে ও আদনান আদিব খান।

সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব। তার সঙ্গে পর্দায় দীর্ঘ ৯ বছর পর অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সঙ্গে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর।

‘তাণ্ডব’-এ আরও রয়েছেন আফজাল হোসেন, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, মিশা সওদাগরের মতো তারকারা। ক্যামিও চরিত্রে দুর্দান্ত লুকে ধরা দিয়েছেন সিয়াম আহমেদ ও আফরান নিশো।