News update
  • UNRWA Situation Report on Crisis in Gaza & Occupied West Bank     |     
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     

দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ চলছে নুসরাত ফারিয়ার

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-05-18, 6:50pm

5a3f01ade9643be734e5fd581e990f22aa0fb9f4f5ccbded-32adc9c1a4501dedf11251a5f020a0961747572653.jpg




প্রথম দফায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের পর এখন দ্বিতীয় দফায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার।

রোববার (১৮ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাচ্ছিলেন অভিনেত্রী ফারিয়া। কিন্তু তার বিদেশ যাত্রা আটকে দিয়ে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

নাম প্রকাশ না করার শর্তে বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, বিমানবন্দরে বেলা আড়াইটায় জিজ্ঞাসাবাদ শুরু হয় নুসরাত ফারিয়ার। এরপর তাকে ভাটারা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম সংবাদমাধ্যমে নিশ্চিত করেন, অভিনেত্রীকে ভাটারা থানা থেকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

বিকেল পৌনে ৫টার দিকে নুসরাত ফারিয়া ডিবি কার্যালয়ে প্রবেশ করেন। প্রয়োজনীয় তথ্যের জন্য এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশ।

জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই পরে আইনানুগ পদক্ষেপ নেবে পুলিশ।

২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় আসামি অভিনেত্রী ফারিয়া। অভিনেত্রী ছাড়াও শোবিজের আরও ১৬ জন তারকাকে এ মামলায় আসামি করা হয়েছে।

বাদী এনামুল হকের দায়ের করা এ মামলায় দাবি করা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জন বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান করেন। শুধু তাই নয়, আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে কাজ করেছিলেন অভিযুক্তরা। সময়।