News update
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     
  • Depositors stranded as Sammilito Islami Bank is in liquidity crisis     |     
  • BNP faces uphill task to reach seat-sharing deal with allies     |     
  • Bangladesh rejects India’s advice; vows free, fair polls     |     

কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-10-20, 8:43am

383daa93b6155edff94cc86e5f4808fdbcf7072ba7d5faba-82b5249735c18809081a00c3221c22b41729392190.jpg




৯০ দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) রাতে রাজধানীর রামপুরার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, ভাড়া না পেয়ে বাড়িওয়ালা মনি কিশোরের খোঁজে তার বাসার দরজায় নক করেন। এ সময় তার বাসা থেকে অস্বাভাবিক গন্ধ পেয়ে দরজা ভেঙে বিছানায় তার নিথর দেহ দেখতে পান বাড়িওয়ালা। এরপর পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ গায়কের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তবে ধারণা করা হচ্ছে, তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। জনপ্রিয় এ কণ্ঠশিল্পী চার থেকে পাঁচ দিন আগে মারা গেছেন। 

বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী মনি কিশোর পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন। সিনেমায়ও তিনি খুব একটা প্লেব্যাক করেননি। তিনি অডিওতেই কাজ করেছেন। ২০টির মতো গান লিখে সুর দিয়েছেন মনি কিশোর।

নন্দিত এই কণ্ঠশিল্পী ‘কী ছিলে আমার বলো না তুমি’, ‘আমি মরে গেলে’, ‘ফুল ঝরে তারা ঝরে’, ‘মুখে বলো ভালোবাসি’, ও ‘আমি ঘরের খোঁজে’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তবে মাঝখানে দীর্ঘদিন নতুন গান প্রকাশ থেকে বিরত ছিলেন তিনি। সময় সংবাদ।