News update
  • Indonesia school bus crash kills 11, dozens injured     |     
  • 12 dead after Indonesia flash floods, cold lava flow     |     
  • Dhaka’s air quality ‘unhealthy’ Sunday morning     |     
  • SSC, equivalent exam results being published Sunday     |     
  • BD wants greater trade, investment relations with US: FM     |     

৬০ বছর বয়সে মিস ইউনিভার্স খেতাব জিতলেন আর্জেন্টাইন সুন্দরী

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-04-28, 6:59am

1714228658-0ee2e30d92e8c48d12f9dfaac077e4791714266055.jpg




বয়স কেবলই একটি সংখ্যা। এই কথাটি যেন আবারো প্রমাণ করলেন এই নারী। ৬০ বছর বয়সে মিস ইউনিভার্স খেতাব জিতেছেন আর্জেন্টাইন নারী আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজ।

বুধবার (২৪ এপ্রিল) বুয়েনস আইরেস প্রদেশের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরা সুন্দরীর মুকুট জিতেছেন তিনি। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজ বিশ্বের প্রথম নারী যিনি ৬০ বছর বয়সে কোনো সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হলেন। বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিলেন তিনি। আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজ পেশায় একজন সাংবাদিক এবং আইনজীবী।

মুকুট জয়ের পর মারিসা বলেন, সৌন্দর্য প্রতিযোগিতায় নতুন এই দৃষ্টান্ত স্থাপন করতে পেরে আমি রোমাঞ্চিত। আমরা একটি নতুন অধ্যায় উন্মোচন করেছি, যেখানে নারীদের শারীরিক সৌন্দর্য নয়, মূল্যবোধ দিয়ে বিচার করা হয়।

জানা গেছে, আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের আর্জেন্টিনার সেরা সুন্দরী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তার লক্ষ্য মিস ইউনিভার্স ওয়ার্ল্ডে অংশ নেওয়া; যা চলতি বছর সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ মেক্সিকোতে অনুষ্ঠিত হবে।

মিস ইউনিভার্স গত বছর ঘোষণা করেছিল, প্রতিযোগীদের জন্য আর বয়সের সীমা থাকবে না। এই বছরের শুরু থেকে, ১৮ বছরের বেশি বয়সী যে কোনো নারী প্রতিযোগিতার জন্য যোগ্য বলে বিবেচ্য হবেন। এর আগে শুধুমাত্র ১৮-২৮ বছর বয়সী নারীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারতেন। সময় সংবাদ।