News update
  • Bangladesh earthquake death toll rises to 10; scores injured     |     
  • CA for Armed Forces' efficient role to ensure smooth, festive polls     |     
  • Tarique Rahman calls for urgent disaster preparedness after quake     |     
  • UN Unveils UN80 Action Plan to Drive System-Wide Reforms     |     
  • Guterres Urges G20 to Show Leadership and Vision in SA     |     

২৪তম ঢাকা চলচ্চিত্র উৎসব জানুয়ারিতে

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2025-11-22, 4:54pm

retertert4353-bbca59350fe7f9d98ac7775f4d0e8eb81763808862.jpg




নতুন বছরের শুরুতেই পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। এবারের আসরে ৭৫টি দেশের পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য মিলিয়ে প্রায় ২৫০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’—এই স্লোগান সামনে রেখে উৎসবের সব প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। চলচ্চিত্র নির্বাচন, সময়সূচি তৈরি ও ভেন্যু প্রস্তুত—সব কাজই প্রায় গুছিয়ে আনা হয়েছে।

উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল জানিয়েছেন, এবারের আসরে বিদেশী সিনেমার পাশাপাশি সর্বমোট ৬৭টি দেশীয় সিনেমা প্রদর্শিত হবে। উৎসব অনুষ্ঠিত হবে রাজধানীর তিনটি ভেন্যুতে। এগুলো হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর মিলনায়তন ও আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন।

আসরের মূল প্রতিযোগিতা বিভাগ ‘বাংলাদেশ প্যানোরমা’তে এবার ৮টি সিনেমা নির্বাচিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও উৎসবে থাকছে চলচ্চিত্রের বিভিন্ন রীতির ওপর ভিত্তি করে ১০টি বিভাগ। ভিন্ন দেশের তিনজন স্বনামধন্য নির্মাতাকে নিয়ে হবে ‘মাস্টারক্লাস’। বিশেষ আয়োজন হিসেবে থাকছে ‘চাইনিজ ফিল্ম উইক’।

১৯৯২ সাল থেকে রেইনবো চলচ্চিত্র সংসদ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন করে আসছে। এ বছরও সেই ঐতিহ্য ধরে রেখে নতুন ভার, নতুন বৈচিত্র্য নিয়ে আসরে অংশ নিচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্রকাররা।

আন্তর্জাতিক এ উৎসব শুরু হবে আগামী ১০ জানুয়ারি। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।