News update
  • Empower UN Women: Strengthen Global Gender Leadership     |     
  • 52,500 Tonnes of Russian Wheat Reach Kutubdia Anchorage     |     
  • Toxic Waste Chokes Dhaka’s Four Major Rivers     |     
  • NRB Remittance Rescued Economy After July Crisis: CA     |     
  • 36 Killed, Dozens Injured in Tamil Nadu Rally Stampede     |     

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2025-09-29, 8:12am

f16949b6070d04edfe31329fe1a5508000f9cfd83a50f117-4e32e366d0d8677a520d68533758e44f1759111970.jpg




‘বাড়ির নাম শাহানা’ এমন একটি সিনেমা যা বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবে বিশ্বে। ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)-এর আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচিত হয়েছে এটি।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘অস্কার বাংলাদেশ কমিটি’ এই ঘোষণা দেয়; সেখানে এই ছবিটির নাম ঘোষণা করেন অস্কার বাংলাদেশ কমিটির সভাপতি জহিরুল ইসলাম।

জানা গেছে, বাংলাদেশ থেকে অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে পাঠানোর জন্য জমা পড়া পাঁচটি সিনেমাকে বিচার-বিশ্লেষণ করে অস্কারের জন্য সর্বসম্মতিক্রমে উক্ত সিনেমাকে মনোনয়ন দেয়া হয়। ১৬ সেপ্টেম্বর ছিল ছবি জমা দেয়ার শেষ তারিখ।

জমা পড়া অন্য সিনেমাগুলো হলো— মাকসুদ হোসাইনের ‘সাবা’, আকরাম খানের ‘নকশিকাঁথার জমিন’, শঙ্খ দাশগুপ্তের ‘প্রিয় মালতী’ এবং মনজুরুল ইসলাম মেঘের ‘ময়না’।