News update
  • 50 Killed as Israel Intensifies Strikes on Gaza City     |     
  • UN General Assembly Endorses New York Declaration on Two-State Solution     |     
  • Guterres Urges Action as Peace Remains Elusive in a Fractured World     |     
  • Why inclusion matters for tackling corruption     |     
  • JS polls to be held by February 15: Shafiqul Alam     |     

‘জ্বীন ৩’ দেখে কী বলছেন দর্শক?

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2025-04-04, 8:58am

rtewerw-cf0b09af9c4890ab5e85eeefb270e1921743735504.jpg




এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে অন্যতম জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ‘জ্বীন ৩’। প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার পর মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছে দর্শক।

উৎসব উদ্‌যাপনে কাছের মানুষদের নিয়ে প্রেক্ষাগৃহে প্রিয় সিনেমা দেখতে বেশ ভালোই ভিড় ছিল দর্শকদের। ‘বরবাদ’, ‘দাগি’র পাশাপাশি ‘জ্বীন ৩’ও ছিল দর্শকদের প্রিয় সিনেমার তালিকায়।

২০২৩ সালে সর্বপ্রথম মুক্তি পায় ‘জ্বীন’ সিনেমাটি। গেল বছর প্রেক্ষাগৃহে আসে ছবির সিক্যুয়াল ‘মোনা: জ্বীন-২’। এবার রোজার ঈদে আসে এ সিনেমার তৃতীয় সিক্যুয়াল ‘জ্বীন ৩’। টেকনিক্যাল ত্রুটির কারণে সিনেমাটি এবার সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পায়নি। শুধু মাল্টিপ্লেক্সে চললেও খুব কম শো পেয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে দুটি হলে চলছে ‘জ্বীন ৩’। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় দেখা যাচ্ছে বেলা ২টা ১৫ মিনিট ও সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। আর লায়ন সিনেমাসে বিকেল ৫টা ১০ মিনিট ও রাত ৮টায় চলছে সিনেমাটির দুটি করে শো।

অনেক দর্শকই পরিবার নিয়ে দেখতে যান ভৌতিক ঘরানার সিনেমাটি। দর্শকদের একাংশ সিনেমাটি দেখে বলছেন, ভয় পাইনি তবে খুব ভালো লেগেছে, উপভোগ করেছি। আরেক অংশ বলছেন, ভৌতিক সিনেমায় আরেকটু ভয় পাওয়ার বিষয় থাকাটা জরুরী ছিল, শিল্পীদের অভিনয় ভালো লাগার মতো ছিল না।

তবে শিশুরা এ সিনেমা দেখে ভয় পেয়েছে বলে মন্তব্য করছে। পাশাপাশি মতামত হিসেবে জানিয়েছে, এ সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়ার অভিনয় তাদের ভালো লেগেছে। পারিবারিক সিনেমা হওয়ায় পুরো সময়টাই উপভোগ করেছেন দর্শকের বেশিরভাগ অংশ। তবে কেউ কেউ সিনেমাটি ভালো না লাগায় টাকা ফেরতের দাবিও তোলেন। 

কামরুজ্জামান রোমান পরিচালিত ‘জ্বীন ৩’ সিনেমায় অভিনয় করেছেন আবদুন নূর সজল ও নুসরাত ফারিয়া। এ সিনেমার একটি গান ‘কন্যা’ দারুণ সাড়া ফেলে অন্তর্জালে। সিনেমাটি ঘিরে তাই তৈরি হয় দর্শক আগ্রহ। সজল, ফারিয়া ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, তানিয়া আহমেদ, মোস্তফা হীরার মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা।