
ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন সামরিক বাহিনীর শ্বাসরুদ্ধকর অভিযানের নেপথ্য কাহিনী ফাঁস করেছেন দেশটির বর্তমান অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, গত ৩ জানুয়ারি কারাকাসে অভিযানের সময় মার্কিন কমান্ডোরা মাদুরোর মন্ত্রিসভার সদস্যদের মাত্র ১৫ মিনিট সময় বেঁধে দিয়েছিলেন। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সব শর্ত মেনে না নিলে মন্ত্রিসভার সদস্যদের সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছিল। খবর দ্য গার্ডিয়ান।
রদ্রিগেজ জানান, মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যখন তুলে নেওয়া হয়, তখন থেকেই হুমকি ও ব্ল্যাকমেইল শুরু হয়। তিনি বলেন, মার্কিন সেনারা আমাদের ১৫ মিনিট সময় দিয়েছিল সিদ্ধান্ত নেওয়ার জন্য, অন্যথায় আমাদের সবাইকে মেরে ফেলার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। এমনকি প্রাথমিক পর্যায়ে মার্কিন বাহিনী গুজব ছড়িয়েছিল যে মাদুরো ও তার স্ত্রীকে হত্যা করা হয়েছে।
রদ্রিগেজ আরও দাবি করেন, তিনি এবং তার ভাই হোর্হে রদ্রিগেজ সেই প্রতিকূল পরিস্থিতিতে রাজনৈতিক ক্ষমতা ধরে রাখতে এবং বড় ধরনের সংঘাত এড়াতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেলসি রদ্রিগেজের নেতৃত্বের প্রশংসা করলেও ভেনেজুয়েলার তেল সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়ার শর্ত দিয়েছেন। ট্রাম্পের দাবি অনুযায়ী, ভেনেজুয়েলার সমৃদ্ধ খনিজ তেল এখন সরাসরি যুক্তরাষ্ট্রের তদারকিতে থাকবে। তবে রাজনৈতিক বিশ্লেষক ও ইতিহাসবিদ মার্গারিতা লোপেজ মায়া মনে করেন, এই ১৫ মিনিটের আল্টিমেটামের গল্পটি সম্ভবত রদ্রিগেজ নিজের ভাবমূর্তি রক্ষার জন্য তৈরি করছেন, কারণ অভ্যন্তরীণ সহযোগিতা ছাড়া মাদুরোকে ক্ষমতাচ্যুত করা সম্ভব ছিল না। বর্তমানে ভেনেজুয়েলার তেল ক্ষেত্রগুলোতে মার্কিন কোম্পানিগুলোর প্রবেশাধিকার নিশ্চিত করার মাধ্যমে দেশটি এক নতুন ভূ-রাজনৈতিক সমীকরণের মুখে দাঁড়িয়েছে।