News update
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     
  • DU Syndicate for renaming Sheikh Mujib Hall after Osman Hadi     |     

ইরানের পতাকা নামিয়ে ফেললেন বিক্ষোভকারীরা!

সংঘাত 2026-01-08, 4:25pm

werewrwtrte-b6c2dd3766deb1aa7fbaaac657922fdb1767867953.jpg




অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে ইরানে এখনো চলছে সরকারবিরোধী বিক্ষোভ। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে বহু হতাহতের খবরও দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। এর মধ্যেই, পবিত্র শহর মাশহাদে ইরানের পতাকা নামিয়ে ফেলার মতো ঘটনাও ঘটেছে।

সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, উত্তর-পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে একদল বিক্ষোভকারী ইরানের একটি বিশাল পতাকা নামিয়ে ফেলছেন।

তবে পতাকাটি ঠিক কোথায় ছিল তা স্পষ্ট নয়। এছাড়া এ ঘটনার আর বিস্তারিত তথ্যও জানা যায়নি। 

এর আগে গেল সোমবার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্র-ভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি দাবি করে, ইরানে চলমান বিক্ষোভে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। আটক করা হয়েছে ১ হাজার ২শ’র বেশি মানুষকে।

সংগঠনটির দাবি অনুযায়ী, নিহতদের মধ্যে ২৯ জন বিক্ষোভকারী, চার শিশু এবং ইরানের নিরাপত্তা বাহিনীর দুই সদস্য আছেন। 

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ বলছে, বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ৩শ’ পুলিশ ও আইআরজিসি সদস্য আহত হয়েছেন।

এদিকে ব্রিটিশ দৈনিক দ্য টাইমস সম্প্রতি দাবি করেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি ‘প্ল্যান বি’ প্রস্তুত রেখেছেন।

প্রতিবেদনে দাবি করা হয়, নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমনে ব্যর্থ হলে বা আদেশ মানতে অস্বীকৃতি জানালে ঘনিষ্ঠ সহযোগী ও পরিবারের সদস্যদের নিয়ে দেশ ছাড়তে পারেন খামেনি। সম্ভাব্য গন্তব্য হিসেবে রাশিয়ার নাম উল্লেখ করা হয়েছে। তবে ইরানি কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।