ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে গাজা যুদ্ধ বন্ধে আজ মিশরে শুরু হতে যাওয়া আলোচনায় দ্রুত পদক্ষেপ নিতে মধ্যস্থতাকারীদের আহ্বান জানিয়েছেন তিনি।
গাজায় যুদ্ধবিরতি নিয়ে মিশরে সোমবার হতে যাচ্ছে হামাস-ইসরাইল শান্তিচুক্তি আলোচনা। কাতার থেকে কায়রো পৌঁছেছেন হামাসের প্রধান আলোচক খালিল আল-হায়া। ইসরাইলি প্রতিনিধিদল ছাড়াও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের পাশাপাশি জ্যারেড কুশনার এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীও অংশ নেবেন এ আলোচনায়।
এ শান্তি আলোচনায় হামাস ও ইসরাইলি প্রতিনিধিদের দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় রোববার (৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প লিখেন, হামাসের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। চলতি সপ্তাহান্তে বিশ্বের অনেক দেশ (আরব, মুসলিম ও অন্যান্য) গাজায় যুদ্ধ বন্ধে এবং জিম্মিদের মুক্তির বিষয়ে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে বহুল প্রত্যাশিত শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় জড়িত ছিল।
ট্রাম্প আরও লিখেছেন, ‘এসব আলোচনা সফল হয়েছে এবং দ্রুত এগোচ্ছে। চূড়ান্ত বিষয়গুলো নির্ধারণের জন্য কৌশলগত দলগুলো সোমবার আবার মিশরে মিলিত হবে। আমাকে বলা হয়েছে, প্রথম ধাপের আলোচনা এই সপ্তাহেই শেষ হবে। আমি সবাইকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।
এর আগেওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, হামাসের হাতে জিম্মিদের শিগগিরই মুক্তি দেয়া হতে পারে। নিজের শান্তি পরিকল্পনা নিয়ে নমনীয়তার প্রশ্নে তিনি বলেন, আমাদের নমনীয়তার প্রয়োজন নেই, কারণ সবাই এতে সম্মত হয়েছে। তবে কিছু পরিবর্তন সবসময়ই থাকবে।
তিনি আরও বলেন, এটি ইসরাইলের জন্য দারুণ এক চুক্তি, পুরো আরব বিশ্ব, মুসলিম বিশ্ব এবং বিশ্বের জন্যও চমৎকার এক সমাধান। আমরা এ নিয়ে খুবই সন্তুষ্ট।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তিচুক্তি প্রস্তাবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। স্থানীয় সময় রোববার গাজার আল মাওয়াসিসহ বেশ কয়েকটি স্থানে বোমা হামলা চালায় দখলদার বাহিনী। এতে গাজাজুড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছেন।