News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

ট্রাম্পের জনপ্রিয়তা আরও কমেছে: জরিপ

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-05-21, 8:06pm

1a314feb1f0235c39d03cc39d8a45ccdded07c962971995f-a59dfdd5f33e516432a3195831dfb2911747836385.jpg




যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থনের হার চলতি সপ্তাহে কমে দাঁড়িয়েছে ৪২ শতাংশে।

রয়টার্স/ইপসোস-এর করা এক নতুন জনমত জরিপে এ তথ্য জানা গেছে। 

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তাকে নিয়ে যত জনমত জরিপ হয়েছে, সেসবের মধ্যে এটিই তার সর্বনিম্ন জনপ্রিয়তার হার।

ওই জরিপে দেখা যায়, ট্রাম্পের প্রতি সমর্থন গত সপ্তাহের তুলনায় সামান্য কমেছে। রয়টার্স/ইপসোসের করা আগের সপ্তাহের জরিপে ৪৪ শতাংশ মার্কিন নাগরিক প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের কার্যক্রম সমর্থন করেছিলেন। এবার সেই হার ৪২ শতাংশে নেমেছে। 

জরিপে ৩ শতাংশ পয়েন্ট পর্যন্ত (মার্জিন অব এরর) ভুলত্রুটির সুযোগ আছে। ঐতিহাসিক মানদণ্ড অনুসারে, এ জনপ্রিয়তার হার তুলনামূলক কম হলেও, ট্রাম্পের বর্তমান জনপ্রিয়তা তার প্রথম মেয়াদের বেশিরভাগ সময়ের চেয়ে বেশি। 

একই সঙ্গে, জরিপের এ হার ট্রাম্পের ডেমোক্র্যাট পূর্বসূরি জো বাইডেনের জনপ্রিয়তার চেয়ে বেশি। বিশেষ করে ২০২১-২০২৫ মেয়াদের দ্বিতীয়ার্ধে বাইডেনের যে জনপ্রিয়তা ছিল, তার তুলনায় এখনো বেশি জনপ্রিয় ট্রাম্প। সময়।