ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের প্রতি আক্রমণের পাল্লা দ্বিগুণ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আবারও বলেছেন, অপারেশন সিঁদুর পরিচালনার আগে পাকিস্তানকে সেটি সম্পর্কে আগাম তথ্য দেওয়ার বিষয়ে সরকারের ভূমিকা কেবল একটি ভুলই নয়, তা একটি অপরাধ।
তবে তার এই বক্তব্যের তীক্ষ্ণ জবাব এসেছে সরকারের পক্ষ থেকে। রাহুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপি সরকার বলেছে, তার বক্তব্য ‘তথ্যের সম্পূর্ণ ভুল উপস্থাপন’। কেন্দ্রীয় সরকার আরও বলেছে, রাহুলের ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ভিন্ন খাতে নেওয়ার ঘটনায় তারা ‘অসৎ উদ্দেশ্যের গন্ধ’ পাচ্ছেন। তারা রাহুলের এই অভিযোগের ‘সময়’ নিয়েও প্রশ্ন তোলেন। খবর এনডিটিভির।
গত শনিবার রাহুল গান্ধী ড. জয়শঙ্করের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। ওই ভিডিওতে জয়শঙ্করকে বলতে শোনা যায়, অপারেশনের শুরুতে আমরা পাকিস্তানকে একটি বার্তা পাঠাই এই বলে যে, আমরা তাদের কিছু অবকাঠামোতে আঘাত হানতে চলেছি, তবে সামরিক লক্ষ্যবস্তুতে কোনো হামলা হবে না। এই বার্তা দেওয়া হয় এই কারণে যে, তারা যেন এই প্রক্রিয়ায় নাক না গলায়। তবে তারা আমাদের ভালো ‘উপদেশ’কে গ্রহণ করেনি।
ওই ভিডিও শেয়ার করে রাহুল গান্ধী তার পোস্টে বলেন, আক্রমণের শুরুতে পাকিস্তানকে জানানো একটা অপরাধ। পররাষ্ট্র মন্ত্রণালয় স্বীকার করেছে ভারত সরকার এই কাজ করেছে। তাদেরকে কে এই ক্ষমতা দিল? ভারত কয়টি যুদ্ধবিমান হারিয়েছে?
সোমবার (১৯ মে) সেই একই ভিডিও রিপোস্ট করে রাহুল গান্ধী বলেন, সরকারের নীরবতা এটাই বলছে না যে এটা মারাত্মক? আমি আবারও বলছি, পাকিস্তান হামলার কথা জেনে যাওয়ায় আমরা কতগুলো যুদ্ধবিমান হারিয়েছি? এটা কোনো ভুল নয়। এটা অপরাধ। জাতির সত্য জানার অধিকার রয়েছে।
কংগ্রেস নেতা পবন খেরাও সভাপতি রাহুল গান্ধীর উক্তি তুলে ধরে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের ‘সম্পর্কের’ বিষয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, এটা কূটনীতি নয়। এটা গোয়েন্দাবৃত্তি। সবাই শুনেছে সুব্রানিয়াম জয়শঙ্কর কী বলেছেন। এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।
পবন খেরা আরও দাবি করেন, পাকিস্তানকে আগাম তথ্য দেওয়ার কারণে সন্ত্রাসী মাসুদ আজহার ও হাফিজ সাঈদ ভারতের বিমান হামলা থেকে পালাতে সমর্থ হয়েছেন। এটা কেন করা হলো সে বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে জবাব দিতে হবে।
তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, আমরা শুরুতেই পাকিস্তানকে সতর্ক করেছিলাম, তবে তা স্পষ্টভাবে অপারেশন সিঁদুর শুরু হওয়ার পর প্রাথমিক ধাপে। এটাকে অপারশেন শুরুর আগের ঘটনা হিসেবে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।