News update
  • ‘Unhealthy’ air quality was recorded in Dhaka on Sunday     |     
  • What we know about one of Hadi's assassination attempters     |     
  • United States and Bangladesh Launch Money Laundering Bench Book     |     
  • 6 BD peacekeepers killed, 8 hurt in attack on Sudan UN Base     |     
  • Burglary at Hadi’s village home in Jhalokathi      |     

ভারতে জম্মু-কাশ্মীরে বন্দুক হামলা, ২৬ পর্যটক নিহত

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-04-22, 10:55pm

werwerwtr-ac18c60f9135cc4877e967df795b74991745340955.jpg




ভরতের জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, যেখানে হামলা হয়েছে সেটি একটি বিস্তৃত তৃণভূমি। ওই স্থানটিতে শুধু ঘোড়া অথবা হেঁটে যাওয়া যায়। মঙ্গলবার সকালে সেখানে পর্যটকদের একটি দল গিয়েছিল। ওই সময় তাদের ওপর হামলা হয়।

এ বিষয়ে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, নিহতের সংখ্যা এখনও নিরূপণ করা হচ্ছে। বেসামরিকদের ওপর এখন পর্যন্ত আমরা যেসব হামলা দেখেছি সেগুলোর তুলনায় এটি অনেক বড়।

এ ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ফোনে কথা বলেন এবং তাকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেন অমিত শাহ এবং সেখানে একটি জরুরি বৈঠকে বসবেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, অস্ত্রধারীরা যখন গুলি চালানো শুরু করে, তখন স্থানীয়রা যারা পর্যটকদের কাছে মালামাল বিক্রি করেন, তারা নিরাপদস্থানে সরে যান। এতে করে শুধুমাত্র পর্যটকরা গোলাগুলির মাঝে পড়েন। তখন তাদের ওপর নির্বিচার গুলি ছোড়া হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি এ ঘটনায় নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে সন্ত্রসবাদ দমনে আরও কঠোর হওয়ার কথা বলেছেন তিনি। 

সূত্র: এনডিটিভি