News update
  • In Nairobi, Guterres reiterates appeal for end to Gaza war     |     
  • BGB seizes snake venom worth Tk 3 cr from Dinajpur border     |     
  • “US, Europe need to do more to protect human rights of citizens”     |     
  • 44 workers still missing after South Africa building collapse     |     
  • Bangladesh reports 22 more COVID-19 cases in 24hrs     |     

রাশিয়ার রেল সেতুতে হামলার দাবি করলো ইউক্রেন

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2024-03-05, 6:35pm

57b17a41-e5eb-415d-acff-920174169459_cx0_cy10_cw0_w408_r1_s-aa457b78c59d126a8c437ce0a10c750e1709642124.jpg




ইউক্রেন জানিয়েছে, তারা রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সামারা অঞ্চলে একটি রেল সেতু উড়িয়ে দিয়েছে।

ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে, চাপায়েভকা নদীর ওপর নির্মিত একটি সেতু লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

সংস্থাটি জানিয়েছে, রাশিয়া সামরিক মালামাল পরিবহনের জন্য সেতুটি ব্যবহার করেছিল।

রাশিয়ার রেলওয়ে অপারেটর সামারা অঞ্চলে একটি ঘটনার কথা জানিয়ে বলেছে কেউ হতাহত হয়নি, তবে ওই এলাকায় বিমান চলাচল স্থগিত করা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি রবিবার পশ্চিমা দেশগুলোর কাছে ইউক্রেনকে সহায়তা সরবরাহের আহ্বান জানিয়েছেন। গোলাবারুদের ঘাটতি থাকা সত্ত্বেও ইউক্রেন রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে নিজেকে রক্ষা করছে।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে রাজনৈতিক টানপোড়েনের কারণে থমকে থাকা ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা প্যাকেজের কথা উল্লেখ করে তিনি বলেন, “যদি তা না হয়, তাহলে আমেরিকা বা ইউরোপ যদি ইরানি ‘শাহেদ’ ড্রোন বা রুশ জঙ্গি বিমানের কাছে পরাজিত হয়, তাহলে তা ইতিহাসের অন্যতম লজ্জাজনক অধ্যায়ে পরিণত হবে। দুর্বল সিদ্ধান্ত, সরবরাহে বিলম্ব বা দ্বিধার কারণে রাশিয়ার অপশক্তিকে উৎসাহিত করা উচিত নয়।

শনিবার ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় একটি অ্যাপার্টমেন্ট ব্লকে রাশিয়ার ড্রোন হামলার পর নিহতের সংখ্যা বেড়ে ৫ শিশুসহ ১২ জনে দাঁড়ানোয় জেলেন্সকির ভাষণে কঠোর সুর তার হতাশার অভিব্যক্তি।

ধ্বংসস্তূপ থেকে তিন শিশুর মৃতদেহ উদ্ধারের পর রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে জেলেন্সকি লিখেছেন, “রাশিয়া ইউক্রেনীয় শিশুদের তাদের সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।”

যুক্তরাষ্ট্র ইউক্রেনে সর্বসাম্প্রতিক সামরিক রসদ পাঠানোর পর দুই মাসের বেশি সময় পেরিয়ে গেছে। ওয়াশিংটনে কর্মকর্তারা ইউক্রেনে অস্ত্র ও গোলাবারুদের ঘাটতি এবং যুক্তরাষ্ট্রের সরবরাহের চালানের বিষয়টি উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছেন। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।