News update
  • Rivers Keep Swallowing Land as Bangladesh Battles Erosion     |     
  • UN Warns Refugees Caught in Climate–Conflict Cycle     |     
  • Mohammadpur Sub-Jail in Magura lies abandoned     |     
  • BD trade unions demand 10-point climate action ahead of COP30     |     
  • Bangladesh criticises Rajnath remarks on Yunus     |     

জীবনযাত্রার লাগামহীন ব্যয়, দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ করছে মালাউইর জনগণ

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2022-10-28, 8:23am




মালাউইতে বিক্ষোভকারী এবং বিরোধী সমর্থকরা জীবনযাত্রার লাগামহীন ব্যয় এবং কথিত দুর্নীতির প্রতিবাদে দেশটির বাণিজ্যিক রাজধানী ব্লানটায়ারে স্লোগান দিয়েছে এবং মিছিল করেছে।

বিক্ষোভ সংঘটনে কাজ করা অ্যাকশন এগেইন্সট ইমপিউনিটি নামের নাগরিক অধিকার সংস্থাগুলোর একটি নেটওয়াকের নেতা জোশুয়া চিসা এমবেলে সরকারের বিরুদ্ধে কথিত অন্যান্য অপরাধের সাথে কোভিড১৯ এর বিরুদ্ধে লড়াই করার জন্য মালাউইয়ের প্রাপ্ত অর্থের অপব্যবহারের অভিযোগ করেছেন।

এমবেলে আরও বলেন, চাকওয়েরা ২ বছর আগে তার নির্বাচনী প্রচারাভিযানের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। ক্ষমতায় গিয়ে তিনি মালাউইয়ের নাগরিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার এবং দেশে ১০ লাখ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

বিক্ষোভকারীদের উদ্বেগের বিষয়ে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই সপ্তাহের শুরুর দিকে চাকওয়েরা কৃষিমন্ত্রী ব্রবিন লো এবং কৃষি প্রতিমন্ত্রী মাদালিৎসো কামবাউয়া উইরিমাকে তার মতে “অযোগ্যতা এবং চরম অবহেলা”র কারণে বরখাস্ত করেছিলেন।

প্রেসিডেন্ট সার সংগ্রহের একটি চুক্তি ত্বরান্বিত করার জন্য এই দুজনকে দোষারোপ করেন। এই চুক্তির ফলে মালাউই’র সরকার একটি ব্রিটিশ কোম্পানির কাছে প্রায় ৭ লাখ ২৫ হাজার ডলার মূল্যের ক্ষতির সম্মুখীন হয়। কোম্পানিটি পণ্য সরবরাহ করতে ব্যর্থ হয়েছিল।

মালাউই’র বিরোধী দলগুলো এই বিক্ষোভকে সমর্থন করে বলেছে যে, এটি ন্যায্য বিক্ষোভ।

রেবেকা মওয়ালে নামের একজন বিক্ষোভকারী বলেছেন, খাদ্যমূল্য অযৌক্তিক রকমের বেশি এবং ওষুধের সরবরাহ কম থাকায় দেশের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

এমবেলে বলেছেন, তিনি আশা করেন চাকভেরার কার্যালয়ে বিক্ষোভকারীরা যে আবেদনপত্রটি দাখিল করেছে সেটি দেখার পরে তিনি তাদের উদ্বেগ সম্পর্কে প্রতিক্রিয়া জানাবেন।

শুক্রবার মালাউই’র রাজধানী লিলংওয়েতে অনুরূপ বিক্ষোভ হবে বলে ধারণা করা হচ্ছে।সেখানে বিক্ষোভকারীরা চাকওয়েরাকে সরাসরি একটি আবেদন পেশ করার জন্য রাষ্ট্রীয় ভবনের উদ্দেশ্যে পদযাত্রা করার পরিকল্পনা করছে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।