News update
  • Khaleda Zia’s Mausoleum Opens to Public at Zia Udyan     |     
  • Bangladesh cuts fuel prices by Tk 2 a litre at start of 2026     |     
  • Stocks advance at DSE, CSE in early trading     |     
  • In grief, Tarique Rahman finds family in the nation     |     

রুশ বাহিনী পূর্ব ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2022-07-04, 7:40am





রুশ সামরিক বাহিনী জানিয়েছে যে, তারা পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে দেশটির সর্বশেষ শক্ত ঘাঁটি লিসিচানস্ক শহরকে পুরোপুরি ঘিরে ফেলেছে।

তবে, ইউক্রেনের কর্মকর্তারা এই দাবি অস্বীকার করে বলেছেন যে শহরটির জন্য লড়াই এখনও অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ইউক্রেনের সবচেয়ে পূর্বের এই অঞ্চলটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে রাশিয়া লিসিচানস্কের চারপাশে তাদের সেনাদের মোতায়েন করেছে।

রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা শনিবার রাশিয়ার গণমাধ্যমকে জানিয়েছেন যে, মিত্র বাহিনী লিসিচানস্ক শহরকে পুরোপুরি ঘিরে ফেলেছে এবং ইউক্রেনীয়রা সেখান থেকে আর পালাতে সক্ষম হবে না।

ইউক্রেনের একজন মুখপাত্র এই দাবি অস্বীকার করে স্থানীয় গণমাধ্যমকে বলেছেন যে শহরটি এখনও পুরোপুরি রুশ বাহিনীর নিয়ন্ত্রণে যায়নি এবং সেখানে এখন মারাত্মক যুদ্ধ চলছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার ঘোষণা করেছে যে, তাদের ক্ষেপণাস্ত্র হামলায় পূর্ব ও দক্ষিণাঞ্চলীয় দোনেৎস্ক, জাপোরিঝিয়া এবং মিকোলাইভ অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর কম্যান্ড পোস্ট, গোলাবারুদের গুদাম ও বিভিন্ন যুদ্ধাস্ত্র ধ্বংস হয়েছে।

এদিকে, ব্রিটিশ প্রতিরক্ষা বিষয়ক বিশ্লেষকরা এমন ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য মস্কোর সমালোচনা করেছেন যেগুলোকে সঠিকভাবে স্থলভাগের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য প্রস্তুত করা হয়নি।

তাদের ভাষ্যমতে, আধুনিক অস্ত্রের মজুদ হ্রাসের কারণে হয়ত এটি করা হতে পারে। তারা এই বলে সতর্ক করে দেন যে, এরফলে বেসামরিক হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।