News update
  • Iran's president, FM, others found dead at copter crash site     |     
  • Climate change impacts millions in India     |     
  • Deadly strikes hit Gaza as US envoy visits Israel     |     
  • Iran's Red Crescent chief says Raisi's helicopter found, situation 'not good'     |     
  • 'No sign of life' at crash site of helicopter carrying Iran's president     |     

শান্তিনিকেতনের বসন্ত উৎসব প্রাণের মেলায় পরিনত

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2024-03-19, 8:10pm

sfsfaofakoko-07ebc2bc8f93f9af6deb2026df12832f1710857432.jpg




শান্তিনিকেতনে সৃজনী শিল্পগ্রাম পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রে রোববার অনুষ্ঠিত বসন্ত উৎসব প্রাণের মেলণায় পরিনত হয়।

‘বসন্তের মাধূরীপূর্ণে’ শীর্ষক এই উৎসবের উদ্বোধন করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ভাবনা বিভাগের অবসর প্রাপ্ত অধ্যাপক কে এস নারায়ণ থিরু ভাল্লি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার ও শিশু সাহিত্যিক রহিম আব্দুর রহিম।

অবিনাশ বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক ড. অমর্ত্য মুখোপাধ্যায়, নৃত্যকলা বিভাগের সহকারি অধ্যাপক বসন্ত মুখোপাধ্যায়, ইজেসিসি শিল্পগ্রামের অফিসার ও ভরত নাট্যম প্রতিবেদক অমিত অধিকারী, বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ভাবনা বিভাগের সহকারি অধ্যাপক ড. কৌস্তভ কর্মকার, রবীন্দ্র সঙ্গীত শিল্পী ও মিউজিক থেরাপিস্ট ঈশিতা মুখোপাধ্যায়, রবীন্দ্র সঙ্গীত শিল্পী ও গানবাড়ির অধ্যক্ষ ড. অর্পন রক্ষিত ও আন্তর্জাতিক লোক নৃত্যশিল্পী শ্রী সুমন মন্ডল।

তা থাই ড্যান্স একাডেমি আয়োজিত ও  পরিচালিত অনুষ্ঠানে ভারতের বিভিন্ন রাজ্য ও দেশ-বিদেশের নৃত্য ও যন্ত্রশিল্পীরা অংশ গ্রহণ করেন। দিনব্যাপী অনুষ্ঠানের সার্বিক তত্তাবধানে ছিলেন তা থাই নৃত্য একাডেমির অধ্যক্ষ অর্পিতা বিশ্বাস। বাসস