News update
  • Christmas in Bangladesh Thursday     |     
  • Bangladesh Bars Internet Shutdowns, Restores BTRC Autonomy     |     
  • Tarique Rahman Leaves London for Bangladesh After 17 Years     |     
  • Govt welcomes Tarique Rahman’s return, assures full coop     |     
  • BNP strikes polls deal with 7 more partners, reserves 8 seats     |     

নড়াইলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সংগীত ও নৃত্য প্রতিযোগিতা

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2022-05-28, 7:13am




জেলায় আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শিশুদের সংগীত ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার জেলা সদরে ছায়ানট ললিতকলা পরিষদের আয়োজনে সংগঠনের কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় ছায়ানট ললিতকলা পরিষদের সভাপতি আসলাম খান লুলু সভাপতিত্বে বক্তব্য রাখেন- সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা শাখার সভাপতি মলয় কুন্ডু ও সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু প্রমুখ। তথ্য সূত্র বাসস।