বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা বুধবার (১৫ অক্টোবর) পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন সরকারের জন্য।
নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানলে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন তারা।
দাবি আদায়ের নতুন সময়সীমা নির্ধারণের পর বিকেলে শিক্ষকরা শহীদ মিনারের দিকে শান্তিপূর্ণভাবে মিছিল করে ফিরে যান। ফলে শাহবাগে যান চলাচল আবার স্বাভাবিক হয়।
এর আগে দুপুর ২টার দিকে শিক্ষকরা শাহবাগে অবস্থান নেন এবং ঘোষণা দেন— “প্রজ্ঞাপন ছাড়া আর ফিরব না।” শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে যাত্রার সময় পুলিশ তাদের থামানোর চেষ্টা করলেও শিক্ষকরা ব্যারিকেড ভেঙে অবস্থান নেন শাহবাগ মোড়ে।
গত রোববার থেকে লাগাতার কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের তিনটি মূল দাবি হলো—
১️. বাড়ি ভাতা ২০ শতাংশে উন্নীত করা,
২️. চিকিৎসা ভাতা ১,৫০০ টাকায় বাড়ানো,
৩️. কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা।
শিক্ষকদের অভিযোগ, সরকার বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়নে টালবাহানা করছে। এর ফলে সারা দেশের বহু এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে এখন কর্মবিরতি চলছে।
এদিকে বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাতা বৃদ্ধির প্রস্তাব পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ে। প্রস্তাবে সরকারের আর্থিক সক্ষমতা অনুযায়ী ৫, ১০, ১৫ ও ২০ শতাংশ হারে বাড়ি ভাতা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।