News update
  • New Approach Must for Dhaka to Break Climate Aid Debt Trap     |     
  • UN High Seas Treaty Clears Ratification, Set for 2026     |     
  • UAE Suspends Visas for Bangladesh, Eight Other Nations      |     
  • Young disabled people of BD vow to advocate for peace     |     
  • World Leaders Urged to Defend Human Rights and Justice     |     

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বাড়লেও কমেছে শনাক্ত

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2025-06-28, 8:20pm

e186f70c7fcadbcefcf4e264555e8a77d72f36f36d5ecf50-f829e4ee0d8adf9e0006625f54179e8a1751120435.jpg




দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুজন প্রাণ হারিয়েছেন। এ সময়ে নতুন করে আরও সাতজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ভাইরাসটিতে আক্রান্ত হন ১০ জন। মারা যান একজন।

শনিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুজন মারা গেছেন। এ সময় ১৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সাতজনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩.৮৭ শতাংশ। 

নতুন করে সাতজনের দেহে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৮০ জনে। আর নতুন করে দুজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৫২১ জনে দাঁড়িয়েছে। 

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।