
নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে শেষে এ অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, কর্মকর্তারা পক্ষপাতমূলক আচরণ করছেন, তাদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে বলা হয়েছে।
তিনি বলেন, ভোটারদের কাছে যে পোস্টাল ব্যালট পৌঁছানো হয়েছে, সেই ব্যালট পেপার ত্রুটিপূর্ণ। এ ব্যালট পেপার বিশেষ দলকে সুবিধা দেয়ার জন্য, এটি পরিবর্তনের জন্য বলেছি আমরা।
মির্জা ফখরুল আরও বলেন, আমরা মনে করি, নির্বাচন কমিশন অনেকগুলো ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করছে। প্রতীক বরাদ্দের পর পোস্টাল ব্যালট পেপার দেয়ার কথা বলা হয়েছে।
জামায়াতের নির্বাচনী সংযোগ নিয়ে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এনআইডি, বিকাশ নম্বর, মোবাইল নম্বর সংগ্রহ করেছে তারা। যা সরাসরি আচরণবিধি ভঙ্গ-এ অভিযোগও করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে তাদের প্রচারণা চালানোর অভিযোগ করেছি।
এছাড়াও ভোটারদের এলাকা পরিবর্তন করে ঢাকায় এলাকা ভেদে ভোটার করা হয়েছে। কারা স্থান পরিবর্তন করেছেন, তাদের তালিকা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিএনপি মহাসচিব বলেন, আমরা মনে করি এই কমিশন দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব, তবে যেগুলো ত্রুটি আছে সেগুলো সমাধান করবে তারা-এমনটাই বিশ্বাস আমাদের।