News update
  • Ctg Port’s historic milestone in 2025 container handling, revenue     |     
  • NBR Probes Bank Records of 100 Exporters Over Bond Abuse     |     
  • Hadi murder case: Sanjay, Faisal give ‘confessional’ statements     |     
  • Islami Bank organizes orientation for 1000 Trainee Assistant officers     |     
  • 2025: People’s Resistance Against Hydro Projects in Himalaya     |     

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন, নেতৃত্বে কারা?

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-01-02, 8:59am

da85c668ca036732354676f4404a145ab8a7966f7f339c21-0b5bbaaff98f2d5a4e03fb6adfafa2741767322784.jpg




আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে ৪১ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে এই কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্যসচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এ ছাড়া কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে মনোনীত হয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ।

নির্বাচন পরিচালনার এই বিশাল কর্মযজ্ঞে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে রাজপথের সক্রিয় নেতা ও বিশেষজ্ঞদের। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার, হাবিব উন নবী খান সোহেল, ড. জিয়াউদ্দিন হায়দার, ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল, ড. মাহদী আমিন, সালেহ শিবলী, এ কে এম ওয়াহিদুজ্জামান, ড. সাইমুম পারভেজ, রেহান আসাদ, জুবায়ের বাবু, মেজর জে. (অব.) ফজলে এলাহী আকবর ও আব্দুল কাইয়ুম।

এ ছাড়াও কমিটিতে আরও রয়েছেন ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন, হুমায়ুন কবির, এ বি এম আব্দুস সাত্তার, ড. মোহাম্মদ জকরিয়া, মোস্তাকুর রহমান, অ্যাডভোকেট বেলায়েত হোসেন মৃধা, মেহেদুল ইসলাম, ডা. ফরহাদ হালিম ডোনার, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, প্রফেসর ডা. হারুন অর রশিদ, প্রকৌশলী শোয়েব বাশারী হাবলু, ড. কামরুজ্জামান কায়সার, ইশতিয়াক আজিজ উলফাত, আব্দুল মোনায়েম মুন্না, আফরোজা আব্বাস, মনির খান, আনম খলিলুর রহমান ইব্রাহিম, ইয়াসিন আলী, আবুল কালাম আজাদ, মাওলানা কাজী মো. সেলিম রেজা, রাকিবুল ইসলাম রাকিব ও আনোয়ার হোসেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই কমিটি দলীয় রণকৌশল নির্ধারণ এবং মাঠপর্যায়ে সমন্বয় সাধনের কাজ করবে।

সংশ্লিষ্ট সবাইকে এই কমিটিকে তাদের অর্পিত দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশ দেয়া হয়েছে।