
Saiful Huq GS Biplabi Workers Party
দেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের সংগ্রামে আইকনিক ব্যক্তিত্ব হিসাবে বিবেচিত হবেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে দেশের গণতান্ত্রিক ধারার রাজনীতিতে যে শুণ্যতা তৈরী হলো তা সহজে পূরণ হবার নয়।
বিবৃতিতে তিনি বলেন, এরশাদ সামরিক স্বৈরতন্ত্রবিরোধী আন্দোলন থেকে শুরু করে গত চার দশক ধরে দেশের গণতান্ত্রিক উত্তরণের সংগ্রামে দৃঢ়চিত্তভাবে নেতৃত্বদায়ী ভূমিকা পালন করেন। গত ১৬ বছর আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন বিরোধী গণসংগ্রাম, বিশেষ করে ২০২৪ এর জুলাই অভ্যুত্থানেও তিনি অনুপ্রেরণার উৎস হিসাবে কাজ করেছেন।
তিনি বলেন, আলোচিত এক এগারো থেকে শুরু করে ফ্যাসিবাদী শাসনামলে তিনি, তার পরিবার ও দল চরম নির্যাতন নিপীড়ন ও প্রতিহিংসার শিকার হলেও তিনি প্রতিশোধাত্বক মনোভাব পোষণ করেননি।বরং তিনি জনগণের
বৃহত্তর ঐক্যের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক পথ চলা নিশ্চিত করতে চেয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, বিশেষ করে
দেশে গণতান্ত্রিক রাজনৈতিক ধারা প্রতিষ্ঠায় আইকনিক বেগম খালেদা জিয়া ব্যক্তিত্ব হিসাবেই বিবেচিত হবেন।
বিবৃতিতে তিনি বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের স্মৃতির প্রতি পরম শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক খালেদা জিয়ার মৃত্যু সংবাদ জানার পর সকালে এভারকেয়ার হাসপাতালে ছুটে যান।
পরে তিনি চেয়ারপারসন এর গুলশান অফিসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন এনং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে শোক প্রকাশ করে তাকে সমবেদনা জানান।