News update
  • Tarique Rahman Pays Tribute at Shaheed Osman Hadi’s Grave     |     
  • Tarique visits National Martyrs’ Memorial, pays homage to martyrs     |     
  • Muslim League leads new electoral alliance, Jatiya Muslim Jote     |     
  • Tk 500cr Drive to Turn Haor Fallow Land Into Farmland     |     
  • Tarique Rahman returns home amid rapturous reception     |     

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-12-27, 11:54am

img_20251227_115347-290c1215d052e4a6e12ff0d93ee94ef61766814893.jpg




১৭ বছর পর দেশে ফিরে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রথম কোনো কর্মসূচিতে অংশ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন।

এদিনে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছান। সেখানে তিনি শহীদ ওসমান হাদির কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় তার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও হাদির ভাই উপস্থিত ছিলেন।

এ সময় জনতার ভিড় সামলাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।