
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণায় মোটরসাইকেল শোভাযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৪ নভেম্বর) জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন জেলা-মহানগরী নির্বাচনী এলাকায় মোটরসাইকেল র্যালি ও মোটরশোভাযাত্রা লক্ষ্য করা যাচ্ছে।
এসব কর্মসূচিতে কয়েকটা দুর্ঘটনা ও আহত হওয়ার প্রেক্ষাপটে জামায়াতের আমির এখন থেকে সব জেলা-মহানগরী নির্বাচনী এলাকায় মোটরসাইকেল র্যালি ও শোভাযাত্রার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
এ ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের সময় সংবাদকে বলেন, ‘জামায়াত সবসময়ই জনবান্ধন রাজনৈতিক দল। জনগণের ভোগান্তি হয় এমন কোনো কর্মকাণ্ড আমরা করতে চাই না। গত কয়েকদিনে আমাদের নেতাকর্মীরা কিছু কিছু জায়গায় মোটর শোভাযাত্রা করেছে। বিষয়টি কিছু সাধারণ মানুষের জন্য খানিকটা কষ্টদায়ক হয়েছে বিধায় এমন কর্মসূচি পালন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকতে বলা হয়েছে।’