News update
  • BNP weighing review of some nominations amid grassroots unrest     |     
  • US presses for Gaza resolution as Russia offers rival proposal     |     
  • 35 crude bombs, bomb-making materials found in Geneva Camp     |     
  • 8 Islamic parties want referendum before polls, neutral admin     |     
  • Stocks sink on week’s last trading day; DSEX plunges 122 points     |     

নির্বাচন ও বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে: তাহের

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-11-15, 8:28am

9570da620c7f95a01574ba26e347d9b51a00c252a56ebbfa-de9e3477ee9d139521fc45766efe97ee1763173697.jpg




ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে মনে করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। পত্রিকায় প্রকাশিত সংবাদ উল্লেখ করে জামায়াতের এ নেতা বলেন, নিরাপত্তা উপদেষ্টার ভারত সফরে কী আলোচনা হয়েছে—তা সরকারকে সংবাদ সম্মেলন করে পরিষ্কারভাবে জানাতে হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে চৌমুহনী বাজারস্থ মুজিবুল হক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জীবন ও রক্ত দিয়ে বাংলার মানুষ ভারতের আধিপত্যবাদকে প্রতিহত করেছে। বাংলাদেশ কোনো অবস্থাতেই ভারতের আধিপত্যবাদ ও বশ্যতা মেনে নেবে না। সরকার যদি ভারতের অন্যায় আবদার ও সিদ্ধান্তের কাছে নতি স্বীকার করে, তাহলে এর পরিণতি সরকারের জন্য শুভ হবে না।

জামায়াতের এ নেতা বলেন, 

একটি দল সংস্কার চায় না—তারা পুরনো পদ্ধতিতে নির্বাচন করতে আঁকড়ে ধরেছে। অন্তর্বর্তী সরকার সেই দলের ফাঁদে পা দিয়েছে। যদি নির্বাচনী সংস্কার না হয়, তবে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে। সেই কারণেই তারা গণভোটের দাবি করেছে। সরকার গণভোট করতে রাজি হলেও পরে তা পেছনে ফেলে দিয়েছে এবং বলেছে গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হবে—যা মূলত দুই ভিন্ন বিষয়।

তার দাবি, জাতীয় নির্বাচনের আগে আলাদা গণভোট হলে অন্তত ৮০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিত। কিন্তু সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করেছে। তাদের সিদ্ধান্তে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি।

সভায় প্রধান বক্তা ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। এছাড়াও বক্তব্য দেন—কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, আমেরিকার নিউইয়র্কের মুনা কনভেনশন সেন্টারের ন্যাশনাল প্রেসিডেন্ট ও বায়তুল মামুর মসজিদের ইমাম খতীব মাওলানা দেলোয়ার হোসাইন।

শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুল হাকিমের সভাপতিত্বে এবং মনির হোসাইন ও রবিউল হোসেন মিলনের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য দেন—ঢাকা মহানগর উত্তর জামায়াতের কর্মপরিষদ সদস্য ভিপি শাহাব উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, পৌর আমির মাওলানা ইব্রাহীম, শিবিরের কেন্দ্রীয় মাদরাসা বিষয়ক সম্পাদক আলা উদ্দিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি খায়রুল ইসলাম, সাবেক সেক্রেটারি শাহ মিজানুর রহমানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে শ্রীপুর ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।