News update
  • NCC for referendum, after July Charter order promulgation     |     
  • World Enters New Era of Climate Action, Urgent Steps Needed     |     
  • Israel Accused of Four Genocidal Acts in Gaza, UN Told     |     
  • BNP rejects Consensus Commission’s call for pre-poll referendum     |     
  • At Least 64 Killed in Deadly Rio Drug Gang Raids     |     

জাতীয় নির্বাচনে টাকার খেলা বন্ধে বিশ্বাসযোগ্য কার্যকরি পদক্ষেপ গ্রহণ করতে হবে

ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনকে কোনভাবে ঝুঁকিতে নিক্ষেপ করা যাবেনা - সাইফুল হক

রাজনীতি 2025-10-29, 12:10am

saiful-huq-general-secrweary-of-biplabi-woekers-party-63b7238ffcbfda9666362ab5a1a3bd3f1761675059.jpg

Saiful Huq, general secrweary of Biplabi Woekers Party addressing his party workers on Tuesday.



বিপ্লবী ওয়ার্কার্স পার্টির  সাধারণ সম্পাদক সাইফুল হক  বলেছেন,  আগামী জাতীয় নির্বাচন যাতে  টাকার খেলায় পর্যবসিত না হয় নির্বাচন কমিশন ও সরকারকে তা নিশ্চিত করতে হবে।নির্বাচনে সন্ত্রাস, পেশীশক্তি ও প্রশাসনিক ম্যানিপুলেশান বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ১৭ বছর ধরে মানুষ উৎসবমুখর যে নির্বাচনের অপেক্ষা করছে তাকে কোন দিক থেকে ঝুঁকির মধ্যে নিক্ষেপ করা যাবেনা। 

তিনি বলেন, আগামী নির্বাচনের মধ্য দিয়ে দেশে নিয়মতান্ত্রিক  গণতান্ত্রিক ধারায় সরকার গঠন ও সরকার পরিবর্তনের সুযোগ নিশ্চিত করাটা গণতান্ত্রিক অভিযাত্রায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।

তিনি বলেন, ভেংগে পড়া নির্বাচনী ব্যবস্থার উপর আস্থা ফিরিয়ে আনাই এখন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনকে পেশাদারী দক্ষতা নিয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং নির্বাচনের :লেবেল প্লেয়িং ফিল্ড' নিশ্চিত করতে হবে।

আজ বিকালে পার্টির নির্বাচন সংক্রান্ত উপকমিটির সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। 

সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংহতি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনী প্রচারণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় ও কতিপয় সিদ্ধান্ত নেয়া হয়।  

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় সদস্য  সিকদার হারুন মাহমুদ, যুবরান আলী জুয়েল, ফিরোজ আলী, মোহাম্মদ সালাউদ্দিন,  বাবর চৌধুরী, জোনায়েদ হোসেন,   চুন্নু সিকদার, মাহমুদ উল হাসান খান, মো.আবু হানিফ, গোলাম রাজিব, আরিফুল ইসলাম, আতিকুর রহমান, ওসমান কবির, মাহমুদুল হাসান, মোহাম্মদ সৈকত প্রমুখ। - প্রেস বিজ্ঞপ্তি