News update
  • Gold price in Bangladesh above Tk 2 lakh per Bhori for 1st time     |     
  • Tarique Vows to Return, be With People During Polls     |     
  • Exports Dip 4.5pc in September Amid US Tariff Impact     |     
  • Hamas calls for swift hostage-prisoner swap as talks set to begin     |     
  • Leadership vacuum cripples primary education in Sonargaon     |     

আওয়ামী লীগের আমলে সাংবাদিকদের কন্ঠ রোধ করা হয়েছিল

রাজনীতি 2025-10-05, 10:34pm

bnp-leader-abm-mosharraf-hossain-speaking-at-kalapara-press-club-on-sunday-7388cbe56b46c15c7a6f08ff7522dedd1759682081.jpg

BNP leader ABM Mosharraf hossain speaking at Kalapara Press Club on Sunday



পটুয়াখালী: বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট টকশো ব্যক্তিত্ব আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘আওয়ামী লীগের আমলে ডিজিটাল নিরাপত্তা আইন করে সাংবাদিকদের কন্ঠ রোধ করা হয়েছিল, আমরা তখন থেকেই এর প্রতিবাদ করেছি। আমরা সংবাদ মাধ্যমের সঙ্গে সেতুবন্ধন তৈরী করতে চাই। জুলাই অভ্যূত্থানের পর বিএনপি'র এক হেভিওয়েট নেতা বিএনপি'র বিপক্ষে নিউজ করলে মিডিয়া হাউজ পুড়িয়ে দেয়া হবে বলে হুমকী দেয়ায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তার সকল রাজনৈতিক পদ স্থগিত করা হয়।' -এবিএম মোশাররফ শনিবার রাতে পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রেসক্লাব সভাপতি মো. নেছার উদ্দিন আহমেদ টিপু'র সভাপতিত্বে ও সম্পাদক অমল মূখার্জীর সঞ্চালনায় মোশাররফ আরও বলেন, '২৪'র ৫ আগষ্টের পর এখানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিএনপি'র নেতা কর্মীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সব মতের ও দলের মানুষ কে নিয়ে  কলাপাড়ায় সম্প্রীতির উদাহরণ সৃষ্টি করেছে।’

এবিএম মোশাররফ বলেন, 'পিআর পদ্ধতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্ভব নয়। কারন আমাদের সংবিধানের ১৬৬ অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে জনগনের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। এজন্য জামায়াত ইসলামিসহ ইসলামী দলগুলো সংবিধান সংশোধন করার দাবী তুলছে। আর নির্বাচিত সংসদ ছাড়া সংবিধান সংশোধন করা সম্ভব না। তাই আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হতে হবে।'

তিঁনি বলেন, ' কলাপাড়া দেশের সম্ভাবনাময় একটি উপজেলা। এখানে আছে একাধিক তাপবিদ্যুৎ কেন্দ্র, শের-ই-বাংলা নৌ-ঘাঁটি, পায়রা সমুদ্র বন্দর, কুয়াকাটা পর্যটনকেন্দ্র, সাবমেরিন ল্যান্ডিং ষ্টেশন। কলাপাড়ার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সকলের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।  তাই আগামী নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে তিনি সকলের সহযোগিতা ও সমর্থন  কামনা করেন। এক্ষেত্রে গণমাধ্যম কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।'

কলাপাড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার,  পৌর বিএনপি সভাপতি গাজী মো. ফারুক,  সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাংবাদিক হুমায়ুন কবীর,  শামসুল আলম,  মেজবাহ উদ্দিন মাননু, এসএম মোশারফ হোসেন মিন্টু, গোফরান বিশ্বাস পলাশ, নুরুল কবির ঝুনু, জসিম পারভেজ, মিলন কর্মকার রাজু প্রমূখ। - গোফরান পলাশ