News update
  • Toxic Waste Chokes Dhaka’s Four Major Rivers     |     
  • NRB Remittance Rescued Economy After July Crisis: CA     |     
  • 36 Killed, Dozens Injured in Tamil Nadu Rally Stampede     |     
  • 36pc of Job Seekers Rely on Friends and Family Networks     |     
  • Govt to Announce New Hajj Packages Sunday, Costs to Drop     |     

‘কিংস পার্টি’ গঠন নিয়ে শঙ্কা রিজভীর আরটিভি নিউজ

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-01-24, 2:37pm

img_20250124_143552-b53bc30eab12f6ae362bc5562fb78c871737707852.jpg




বেশ কিছুদিন ধরেই নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে গুঞ্জন চলছে। তবে এবার কিংস পার্টি গঠনের বিষয়টি সামনে আনলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন।

তিনি বলেছেন, সরকারের ভেতর থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে। তাহলে মানুষ তো নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবেই। শুধু তাই নয়, এই সরকার বিভিন্ন প্রশাসনিক নিয়োগের ক্ষেত্রেও বিশেষ কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে। এগুলো ঠিক করতে হবে। না করলে অন্তর্বর্তী সরকার নিয়ে মানুষের ধারণা পাল্টে যাবে। কারণ, বর্তমানে মানুষের ধারণা এটি একটি নিরপেক্ষ সরকার।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেষে তিনি এই অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘আগে সংস্কার পরে নির্বচন’ সরকারের এমন বক্তব্য শেখ হাসিনার আগে ‘উন্নয়ন পরে গণতন্ত্র’ বুলিকেই স্মরণ করিয়ে দেয়।

অবাধ সুষ্ঠু নির্বাচন করতে যুতটুকু সংস্কার দরকার করবে, সেখানে কেউ কিছু বলছে না। কিন্তু অনন্তকাল ধরে সংস্কার চলবে, সেটা হতে পারে না উল্লেখ করে রিজভী আরও বলেন, সরকারের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিস্টদের দোসররা ঘাপটি মেরে রয়েছে।

জনগণ ভোট দিতে পারে না আর আপনারা সংস্কার-সংস্কার করেন মন্তব্য করে রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল। ৫ আগস্ট আমাদের আন্দোলনের যে বিজয় হয়েছে, তার ভিত্তি তৈরি করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জনগণের প্রত্যাশা পূরণ করতে সরকার ব্যর্থ হয়েছে মন্তব্য করে ‘এক-এগারো’ ইস্যু টেনে বিএনপির এই নেতা বলেন, কিসের ভয় দেখান, ১/১১ এর পুনরাবৃত্তি হবে। উপদেষ্টারা কি বিজ্ঞলোকদের রাজনীতি শেখাতে চায়।আরটিভি