News update
  • UAE Suspends Visas for Bangladesh, Eight Other Nations      |     
  • Young disabled people of BD vow to advocate for peace     |     
  • World Leaders Urged to Defend Human Rights and Justice     |     
  • Vegetable prices remain high, people buy in small quantities     |     
  • Off-season watermelon brings bumper crop to Narail farmers     |     

তারেক রহমান আরও এক মামলা থেকে খালাস পেয়েছেন

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-09-07, 7:12pm

tarique_rahman-e3396c6dd7ccc2868a81afb0b5e919571725714758.jpg




মাদারীপুরে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর রহমান মিঠু। তিনি জানান, ১৩ আগস্ট তারেক রহমানকে খালাস দেওয়া হয়। তবে, বিষয়টি আজ দুপুরে গণমাধ্যমে প্রকাশ করা হয়।

জামিনুর রহমান মিঠু বলেন, ‘রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মাদারীপুর জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বাবুল আকতার ২০১৪ সালের ২২ ডিসেম্বর একটি মানহানির মামলা করেন। পরে মামলার বাদী বাবুল আকতার নিজেই গত ৭ আগস্ট মাদারীপুর জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করেন। পরে মাদারীপুর জেলা আইনজীবী ফোরাম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলজার আহমেদ চিশতি আদালত শুনানি করলে গত ১৩ আগস্ট সিআর ১১৭৪/১৪, মামলাটি ‘দি কোড অব ক্রিমিনাল প্রসিডিউর’-এর ২৪৮ ধারা মতে প্রত্যাহারের অনুমতি দেওয়া হয়। পরে আসামিকে খালাস দেওয়া হয়। মামলাটি খালাস করেন মাদারীপুর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী। তথ্য সূত্র এনটিভি নিউজ।