News update
  • Bangladesh Faces $1.25 Billion Export Loss from US Tariffs     |     
  • Israel Expands Gaza Assault as UN Warns of ‘Genocide’     |     
  • World Ozone Day Highlights Progress and Future Action     |     
  • DG Health Services gives 12 directives to treat dengue cases     |     
  • Stock market shows recovery as investors back: DSE chairman     |     

শ্রী জয়শঙ্কর ছাত্র-জনতাকে ভয় দেখাতে চায় -মুসলিম লীগ

রাজনীতি 2024-08-06, 11:53pm

bangladesh-muslim-leafgue-organised-a-human-chain-in-dhaka-city-on-tuesday-bml-pic-06-aug-2024-2db2d28a5652fcd6cfe22fac5a1697da1722966828.jpg

Bangladesh Muslim Leafgue organised a human chain in Dhaka City on Tuesday BML PIC 06 Aug 2024



বাংলাদেশ মুসলিম লীগ আজ (৬ই আগস্ট, ২০২৪) বেলা তিনটায় নয়া পল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের নিকট ছাত্র-জনতা, রাজনৈতিক দল এবং বিশিষ্ট নাগরিকদের প্রস্তাবিত গ্রহণযোগ্য ব্যক্তিদের মাধ্যমে অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণার আহ্বান জানান।

দলীয় নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে আরও বক্তব্য রাখেন দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের, জাগপা মুখপাত্র রাশেদ প্রধান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে.এম রকিবুল ইসলাম রিপন, লেবার পার্টির সভাপতি লায়ন মোঃ ফারুক রহমান,দলীয় সহসভাপতি নজরুল ইসলাম ও সৈয়দ আব্দুল হান্নান নূর, অতিরিক্ত মহাসচিব কাজী এ.এ কাফী, সাংগঠনিক সম্পাদক খান আসাদ, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী, আব্দুল আলিম প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, অবিস্মরণীয় গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা পরিবার সহ পালিয়ে গেলেও আধিপত্যবাদী ভারতের ষড়যন্ত্র থামেনি। তাদের বাংলাদেশী সোল এজেন্ট শেখ হাসিনার পতন ও পলায়নে দিশেহারা ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তাদের সেনাবাহিনীকে সতর্ক অবস্থানে রাখার কথা বলে আমাদের ছাত্র-জনতাকে ভয় দেখাতে চায়। নেতৃবৃন্দ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে ১৯৪৭ এর দেশ বিভাগ আর ২০২৪ এর গণঅভ্যুত্থান স্মরণ করিয়ে দিয়ে বলেন, গণঅভ্যুত্থানের নায়ক ছাত্র জনতা আপনাদের এসক হুমকিকে থোড়াই কেয়ার করে। উল্টো জনগণ ঐক্যবদ্ধ হয়ে অচিরেই দেশে ঘাপটি মেরে থাকা ভারতীয় দালাল, এজেন্ট আর পা-চাটা গোলামদের ঝেটিয়ে বিদায় করবে। নেতৃবৃন্দ আরও বলেন, শতাধিক বর্ষের অভিজ্ঞতা সমৃদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগের নেতা-কর্মীরা দেশের এই ক্রান্তিলগ্নে আধিপত্যবাদের বিরুদ্ধে যে কোন ধরনের প্রতিরোধ গড়ার ক্ষেত্রে দেশের সরকার ও সেনাবাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সদা প্রস্তুত থাকবে। - প্রেস বিজ্ঞপ্তি